ট্রেনে হারিয়ে যাওয়া শিশুর স্বজনদের খুঁজছে পুলিশ

ময়মনসিংহ, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ | 2023-08-31 03:17:59

চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেনে হারিয়ে যাওয়া নাহিদা (৩) নামে এক শিশুকে উদ্ধার করার পর তার স্বজনদের খুঁজছে ময়মনসিংহ রেলওয়ে থানা পুলিশ।

সোমবার (২৭ মে) সন্ধ্যায় ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মোশাররফ হোসেন বার্তা২৪.কমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, সোমবার সকাল ৭ টা ২০ মিনিটে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা আন্ত:নগর বিজয় এক্সপ্রেস ট্রেনের ‘জ’ বগিতে কান্নারত ওই শিশুটিকে পেয়ে ময়মনসিংহ রেলওয়ে থানার টিজি পার্টির অফিসার এটিএসআই খন্দকার রকিবুর রহমান আমাকে তাৎক্ষণিকভাবে জানায়। পরে আমি ট্রেনে মেয়েটির অভিভাবককে খোঁজার পরামর্শ দিলে সে ট্রেনে কর্মরতসহ সকল যাত্রীদের বিষয়টি জানায়৷ কিন্তু মেয়েটির কোন অভিভাবক না পাওয়ায় তাকে ময়মনসিংহ রেলওয়ে থানায় আনা হয়।

ধারণা করা হচ্ছে, ভৈরবের আশুগঞ্জ রেলওয়ে স্টেশনে শিশুটির বাবা-মা নেমে গেলেও সে হয়তো নামতে পারেনি।

ওসি আরও বলেন, ছোট্ট এই শিশু মেয়েটি এখন পরম মমতায় ময়মনসিংহ রেলওয়ে থানা হেফাজতে রয়েছে। যেহেতু সে তার বাবা-মার নাম কিংবা ঠিকানা বলতে পারছে না, তাই শিশুটি এখানেই থাকবে। কেউ যদি তার বাবা-মার ঠিকানা ও পরিচয় কেউ জানাতে পারেন তাহলে ময়মনসিংহ রেলওয়ে থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।

আরও পড়ুন:ট্রেনে হারিয়ে যাওয়া শিশুটি ফিরল মায়ের কোলে

এ সম্পর্কিত আরও খবর