শাহজালালে যাত্রীর প্যান্টের পকেটে ১০ কেজি স্বর্ণ

ঢাকা, জাতীয়

Milita Baroi | 2023-08-22 17:17:40

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আব্দুস সালাম (৪৮) নামে এক যাত্রীর প্যান্টের পকেট থেকে ৫ কোটি টাকা মূল্যের ১০ কেজি ৩০০ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউজ।

সোমবার (২৭ মে) রাতে সিঙ্গাপুর থেকে আসা এসকিউ-৪৪৬ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন ওই যাত্রী।

বার্তা২৪.কমকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কাস্টমস হাউজের ডেপুটি কমিশনার অথেলো চৌধুরী।

তিনি বলেন, ‘পূর্ব তথ্যের ভিত্তিতে বোর্ডিং ব্রিজ থেকে ওই যাত্রীকে অনুসরণ করি আমরা। গ্রিন চ্যানেল অতিক্রমের পরে তার কাছে কোনো শুল্ককর আরোপযোগ্য পণ্য আছে কিনা জিজ্ঞাসা করা হলে অস্বীকার করেন তিনি। এরপর আর্চওয়ে মেশিনের মাধ্যমে চেক করা হলে তার পরিহিত প্যান্টের মধ্যে ধাতব পদার্থের সংকেত পাওয়া যায়। পরে তার প্যান্টে লুকানো অবস্থায় সাদা স্কচটেপে মোড়ানো দুটি প্যাকেট উদ্ধার করা হয়।’

বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার উপস্থিতিতে প্যাকেট দুটি থেকে ১০৩টি স্বর্ণেরবার পাওয়া যায়। যার প্রতিটি বারের ওজন ১০০ গ্রাম।

পরে সঙ্গে সঙ্গে তাকে আটক করা হয়। ওই যাত্রীকে দি কাস্টমস অ্যাক্ট ১৯৬৯ এবং বিশেষ ক্ষমতা আইন- ১৯৭৪ অনুসরণে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিমানবন্দর থানায় সোপর্দ করা হচ্ছে।

এ সম্পর্কিত আরও খবর