হদিস মিলছে না ওসি মোয়াজ্জেমের  

রংপুর, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর | 2023-08-26 02:27:21

সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পর থেকে তার কোনো হদিস মিলছে না। ফেনীর মাদরাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে আপত্তিকর প্রশ্ন এবং তা ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়ার ঘটনায় অভিযুক্ত তিনি।

এ অভিযোগে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ঢাকার সাইবার ট্রাইব্যুনাল। 

এক মাস ৮ দিন আগে তাকে সোনাগাজী থানা থেকে প্রত্যাহার করে রংপুর রেঞ্জে বদলি করা হয়। সে সময় স্থানীয় সচেতনমহলসহ শিক্ষার্থী ও নারী নেত্রীদের বিরোধিতার মুখে তিনি রংপুরে আসেন নি।

তবে ৮ মে ওসি মোয়াজ্জেম হোসেনকে সাময়িকভাবে বরখাস্ত করার পর গত সপ্তাহে তিনি রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে যোগ দেন। কিন্তু সোমবার (২৭ মে) সাইবার ট্রাইব্যুনালের বিচারক আস শামস জগলুল হোসেন তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার পর থেকে তিনি কোথায় আছেন সেই তথ্য নেই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে।

এ ব্যাপারে রংপুর রেঞ্জের ডিআইজি অফিসের স্টাফ অফিসার সহকারী পুলিশ সুপার শরিফুল ইসলাম জানান, ‘রংপুরে রেঞ্জে সংযুক্তির আদেশ দেওয়ার পর কয়েকদিন আগে মোয়াজ্জেম হোসেন যোগদান করেছেন। এরপর তাকে ঢাকায় পুলিশ সদর দফতরে তলব করায় তিনি ঢাকায় গেছেন বলে শুনেছি। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ হওয়ার বিষয়টি শুনেছি। তবে এ সংক্রান্ত কাগজপত্র আমরা হাতে পাইনি।’

রংপুর মেট্রোপলিটন পুলিশের মিডিয়া শাখার মুখপাত্র সহকারী পুলিশ সুপার আলতাফ হোসেন জানান, সোনাগাজীর সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনকে গ্রেফতার করা সংক্রান্ত কাগজপত্র না পেলে তার বিরুদ্ধে  ব্যবস্থা নেয়া হবে।

বহুল সমালোচিত সাবেক এই ওসি মোয়াজ্জেম হোসেন কোথায় জানতে চাইলে রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য বলেন, ‘আট-দশ দিন আগে ওসি মোয়াজ্জেম হোসেন রংপুর রেঞ্জে যোগ দিয়েছেন। তবে এখন সসে রংপুরে নেই। নুসরাতের ঘটনায় ঢাকায় গিয়েছেন শুনেছি।’

তার বর্তমান অবস্থান বিষয়ে জানতে চাইলে পুলিশ সদর দফতরের জনসংযোগ শাখার এআইজি মো. সোহেল রানা জানান, 'কয়েকদিন আগে তিনি রংপুর রেঞ্জে যোগ দিয়েছেন। সেখানেই তার থাকার কথা।'

এদিকে সোনাগাজীর সমালোচিত সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনের অবস্থান স্পষ্ট করে তাকে দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে রংপুরের সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ আন্দোলন পরিষদের নেতা ও কারমাইকেল কলেজ জাতীয় ছাত্র সমাজের সদস্য সচিব মো. আরিফ আলী।

তিনি বলেন, 'পুলিশ প্রশাসন শুরু থেকেই ওসি মোয়াজ্জেমকে আড়াল করার চেষ্টা করছে। আমরা ওই ওসিকে অবাঞ্ছিত ঘোষণা করার পরও সে গোপনে রংপুর রেঞ্জে যোগ দিয়েছে। এখন গ্রেফাতারি পরোয়ানা জারির পর শুনছি, ওসি মোয়াজ্জেম নাকি রংপুরে নেই।'

জাতীয় মহিলা সংস্থার রংপুরের চেয়ারম্যান রোজী রহমান বলেন, 'রংপুরের মানুষ ওসি বিতর্কিত ওসিকে চায় নি। তার সংযুক্তির পর থেকে আন্দোলন করেছে। এখন পুলিশের উচিত হবে, অযুহাত না দেখিয়ে দ্রুত ওসি মোয়াজ্জেমকে গ্রেফতার করে, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা করা।'

উল্লেখ্য, অধ্যক্ষ সিরাজ উদ দৌলাহর বিরুদ্ধে থানায় অভিযোগ দিতে গেলে মাদরাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে যৌন হয়রানি করাসহ আপত্তিকর প্রশ্ন করে তা ভিডিও ধারণের মাধ্যমে ছড়িয়ে দেন তখনকার সোনাগাজী থানার ওসি মোয়াজ্জেম হোসেন।

এই অভিযোগে প্রত্যাহার হওয়া ওসির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ঢাকার সাইবার ট্রাইব্যুনাল। এরপর থেকে এখন পর্যন্ত ওসি মোয়াজ্জেম হোসেনের অবস্থান নিশ্চিত করতে পারেনি পুলিশ প্রশাসন। 

আরও পড়ুন: নুসরাত হত্যা: ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন 

আরও পড়ুন: সোনাগাজী থানার ওসি প্রত্যাহার

 

এ সম্পর্কিত আরও খবর