কেএফসির ফ্রিজে মেয়াদোত্তীর্ণ মুরগির মাংস

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম, ঢাকা | 2023-08-27 14:31:39

ফ্রিজে মেয়াদোত্তীর্ণ মুরগির মাংস রাখার কারণে রাজধানীর বেইলী রোডের কেএফসি রেস্টুরেন্টকে ৪ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)।

মঙ্গলবার (২৮ মে) দুপুরে বার্তা২৪.কমকে বিষয়টি নিশ্চিত করেছেন নিরাপদ খাদ্য অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসনে আরা পপি।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, কেএফসি'র রেস্টুরেন্টের ফ্রিজে মেয়াদোত্তীর্ণ মুরগির মাংস পাওয়া যায়। নিরাপদ খাদ্য আইন অনুযায়ী এটি একটি আমলযোগ্য অপরাধ। এ কারণে কেএফসিকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে তাদের সতর্কও করে দেয়া হয়েছে।

তিনি বলেন, এরআগে সকালে শান্তিনগর বাজার ঘুরে আদালতে নিষিদ্ধ ৫২টি পণ্যের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। তবে সেখানে এসব নিষিদ্ধ  পণ্য পাওয়া যায়নি।

এ সম্পর্কিত আরও খবর