ভিপি নুরের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবে মানববন্ধন

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-28 19:29:36

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচিত ভিপি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদ ও দোষীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে নাগরিক ছাত্র ঐক্য নামে একটি সংগঠন।

মঙ্গলবার (২৮ মে) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এ মানববন্ধনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

সংগঠনটির আহ্বায়ক এমএন সাকিব আনোয়ার বলেন, ‘নুর ডাকসুর নির্বাচিত ভিপি। তিনি সাধারণ ছাত্রদের প্রতিনিধি। একজন নির্বাচিত ছাত্রপ্রতিনিধির ওপর এমন বর্বরোচিত হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাই। অচিরেই দোষীদের আইনের আওতায় এনে সুবিচার নিশ্চিত করতে হবে।’

তিনি বলেন, ‘ভিপি নুরের ওপর হামলা কে বা কারা করেছে, তা সবার কাছে প্রকাশ্য দিবালকের মতো পরিষ্কার। কারণ এ জঘন্য ঘটনার ভিডিও ফুটেজ সবার কাছেই আছে। ভিপি নুর, ফারুক, রাতুল, আবিদদের ওপর হামলাকারীদের কোনোভাবেই ছাড় দেওয়ার সুযোগ নেই।’

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন নাগরিক ছাত্র ঐক্যের কেন্দ্রীয় কমিটির সদস্য আলিয়া হাসান ছোঁয়া, সদস্য শাওন রহমান, কেন্দ্রীয় কমিটির সদস্য তরিকুল ইসলাম, নাগরিক যুব ঐক্যের কেন্দ্রীয় কমিটির সদস্য ও কোটা সংস্কার আন্দোলনের নেতা এস এম এ কবীর হাসান, যুব ঐক্যের সদস্য মোঃ জহির হোসেন, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ঢাকা কলেজ শাখার আহ্বায়ক আরিফ আজিজ, বাংলাদেশ ছাত্রলীগ (জেএসডি) এর আহ্বায়ক তৌফিক উজ জামান প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর