ফলাফল বিবেচনা করে প্রকল্প গ্রহণ-বাস্তবায়ন: কৃষিমন্ত্রী

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-23 12:11:16

মাঠ পর্যায়ে কৃষকের মঙ্গল, টেকসই প্রভাব, প্রত্যাশা ও ফলাফল বিবেচনা করে প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।

মঙ্গলবার (২৮ মে) কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে মাসিক এডিপি সভায় তিনি এ কথা বলেন। মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরে এটাই তার প্রথম এডিপি সভা।

তিনি বলেন, 'একটি কৃষি প্রকল্প, একটি চিন্তা, অনেক স্বপ্ন। কৃষি যান্ত্রিকীরণকে অগ্রাধিকার ভিত্তিক খাত হিসেবে বিবেচনা করে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিষ্ঠা,আন্তরিকতা ও সতর্কতার সঙ্গে বাস্তবায়ন করতে হবে। এবার ডালের উৎপাদন ভালো হয়েছে, বিশেষ করে পটুয়াখালী জেলায় মোট জাতীয় উৎপাদনের তেলের ক্ষেত্রে আমদানি নির্ভরতা কমিয়ে আনার জন্য সারা দেশব্যাপী বৃহৎ প্রকল্প গ্রহণ করা হয়েছে।'

মন্ত্রী বলেন, 'প্রকল্প গ্রহণের ফলে কী কী পরিবর্তন এসেছে এবং উৎপাদনের তুলনামূলক চিত্র তুলে ধরতে হবে। যে কারণে প্রকল্প গ্রহণ করা হয়েছে তা কতটুকু পূরণ হয়েছে এবং আরও কি কি পদক্ষেপ গ্রহণ করা উচিত তা উল্লেখ করতে হবে।' নির্দিষ্ট সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়নের তাগিদ দেন তিনি।

আব্দুর রাজ্জাক বলেন, 'বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্পের আওতায় ৪০০  কেজি কেসুনাট বীজ আমদানির জন্য ভিয়েতনাম, থাইল্যান্ড ও ভারত এসব দেশ থেকে ভালো বীজ সংগ্রহ করা হবে। সরাসরি কৃষির সাথে সম্পৃক্ত নয় এমন কোন প্রকল্প গ্রহণ করা হবে না।'

সভা সূত্রে জানা গেছে, কৃষি মন্ত্রণালয়ের ২০১৮-১৯ অর্থবছরে ৭২টি প্রকল্পে এক হাজার ৮২৬ কোটি ৮৯ লাখ টাকা বরাদ্দের বিপরীতে এক হাজার ৩৫৭ কোটি ৫১ লাখ টাকা অবমুক্ত করা হয়েছে। বৃহৎ বরাদ্দ প্রাপ্ত ৩৩টি প্রকল্পের অনুকূলে মোট এক হাজার ৪৫০ কোটি দুই লাখ টাকা বরাদ্দ দেয়া হয়। চলতি বছরের এপ্রিল পর্যন্ত মোট ব্যয় হয়েছে ৯০৬ কোটি ৫২ লাখ টাকা। এপ্রিল পর্যন্ত প্রকল্পের মোট জাতীয় গড় অগ্রগতি ৫৫ শতাংশ।'

কৃষি সচিব মো. নাসিরুজ্জামানের সঞ্চালনায় সভায় মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্পের প্রকল্প পরিচালকগণ এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর