চট্টগ্রাম কাস্টমস হাউসের কমিশনার কাজী মোস্তাফিজুর রহমানকে অন্যত্র বদলি করা হয়েছে। তার স্থলে মোহাম্মদ ফখরুল ইসলামকে চট্টগ্রাম কাস্টমস হাউসের কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৮ মে) অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদক বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। গত ২৯ জানুয়ারি চট্টগ্রাম কাস্টম হাউসের নতুন কমিশনার হিসেবে কাজী মোস্তাফিজুর রহমান যোগদান করেছিলেন।
মোহাম্মদ ফখরুল ইসলাম কাস্টমস এক্সাইজ ও ভ্যাট (আপিল) ঢাকা-২ এর কমিশনার ছিলেন। তাকে বদলি করা হয়েছে কাস্টম হাউজ চট্টগ্রামে।
আর কাজী মোস্তাফিজুর রহমানকে কাস্টম হাউজ চট্টগ্রাম থেকে ফখরুলের ইসলামের কর্মস্থলে বদলি করা হয়েছে।
প্রসঙ্গত, ১০ জানুয়ারি ঘুষ গ্রহণের দায়ে কাস্টমস হাউজের রাজস্ব বিভাগের (আরও) প্রশাসন নিজাম উদ্দিন আহমেদকে ঘুষের টাকাসহ গ্রেফতার করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এরপর কাস্টমস কমিশনার একেএম নুরুজ্জামানকে অন্যত্র বদলি করা হয়। ২৯ জানুয়ারি চট্টগ্রাম কামস্টম হাউসের কমিশনার হিসেবে যোগ দেন মোস্তাফিজুর রহমান।