‘সভ্য রাষ্ট্রে মোবাইল কোর্টে বিচার হতে পারে না’

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-24 09:06:32

জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান ড. মীজানুর রহমান বলেছেন, ‘কোনো সভ্য রাষ্ট্রে মোবাইল কোর্টের মাধ্যমে বিচার হতে পারে না। মোবাইল কোর্টে আত্মপক্ষ সমর্থনের সুযোগ থাকে না। অপরাধীকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে। বন্দুকযুদ্ধের আইনতো চলছেই।’

বুধবার (২৯ মে) জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্চে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির আয়োজিত ‘ঈদযাত্রায় দুর্ভোগ: আমাদের করণীয়’ শীর্ষক গোলটেবিল আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ড. মীজানুর রহমান বলেন, ‘বাংলাদেশ এখন গরীবের রাষ্ট্র নয়, ধনীদের রাষ্ট্র। অথচ স্বাধীনতা যুদ্ধে জীবন দিয়েছিল গরীবরাই আর ধনীরা তখনো সুবিধা ভোগ করেছে, এখনো করছে। রাষ্ট্র যখন সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে এটা মেনে নেওয়া যায় না। বাংলাদেশের সমস্যাগুলোর মূল কারণ, আইনের শাসন নেই। আইনের নামে চলে জরিমানার ধুম। যেন অন্যায় করে টাকা দিয়ে খালাস।’

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, ‘দশ বছর পর কী পাব তা দেখিয়ে এখন কষ্ট ভোগ করতে হবে, এটা হতে পারে না। ট্রাফিক সিগন্যাল মানতে গিয়ে সবার পেছনে পড়ে গেলে মানুষ নিয়ম মানবে না। শুধু মানুষ সচেতন হলে সমস্যা সমাধান হবে না। আইনকে প্রতিষ্ঠা করতে হবে।’

ভাড়া নৈরাজ্য নিয়ে সাকি বলেন, ‘শ্রমিকদের বেতন বোনাস ঠিক নাই। ফলে তারাও ইচ্ছেমতো যাত্রীদের ওপর চাপায়। উৎসবে ভাড়া কিছুটা বাড়ে, কিন্তু লাগামহীনভাবে নয়। একজন ড্রাইভার চতুর্থ না অষ্টম শ্রেণী পাশ এটা দিয়ে কী হবে, সে যে কাজ করবে তা কতটুকু জানে এটাই মূল বিষয়। ঢাকার জ্যাম কমাতে ঢাকা, নারায়নগঞ্জ, গাজীপুরসহ বিভিন্ন শহরগুলোর মধ্যে ইন্টার কানেকশন তৈরি করতে হবে।’

বডিটিসি’র সাবেক চেয়ারম্যান ও গণপরিবহন বিশেষজ্ঞ ড. সালেহ উদ্দীন আহমেদ বলেন, ‘ভাড়া নিয়ে নৈরাজ্য বন্ধ করতে হলে রাস্তায় চাঁদাবাজি বন্ধ করতে হবে। ঈদের এক দুই দিন বা এক সপ্তাহ আগে এসব নিয়ে ভেবে লাভ নাই। আগে থেকে কাজ করতে হবে। সব স্তরের মানুষ নিয়ে আলোচনা করতে হবে, সমস্যাগুলো বের করে সমাধান খুঁজতে হবে। সে অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।’

সভায় যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য দেন বিআরটিএ’র রোড সেফটি পরিচালক শেখ মোহাম্মদ মাহব্বু-ই রব্বানী, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ বেলায়েত হোসেন প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর