রমজানের শেষ মুহূর্তে কেউ যাতে ইভটিজিং, ছিনতাই, চুরিসহ সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড ঘটাতে না পারে, সে জন্য পুলিশকে তৎপর থাকার নির্দেশ দিয়েছেন সিএমপি কমিশনার মাহাবুবর রহমান।
বুধবার (২৯ মে) বিকেলে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে নগরীর প্রধান প্রধান মার্কেট পরিদর্শন শেষে তিনি এ নির্দেশ দেন।
পরিদর্শনকালে সিএমপি কমিশনার মার্কেটের সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে মতবিনিময় করেন। এছাড়া মার্কেটে আসা ক্রেতাদের সার্বিক অবস্থার খোঁজ নেন। ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি পুলিশকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ভূমিকা রাখার কথা জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন- সিএমপির অতিরিক্ত কমিশনার (অপরাধ ও তদন্ত) আমেনা বেগম,কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন, উপ-পুলিশ কমিশনার (উত্তর) বিজয় বসাকসহ প্রমুখ উপস্থিত ছিলেন।