নুসরাত হত্যা মামলা: আদালতে চার্জশিট দাখিল

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-28 08:30:16

ফেনীর সোনাগাজীর মাদরাসাছাত্রী নুসরাত হত্যা মামলার চার্জশিট আদালতে দাখিল করেছে মামলার তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

বুধবার (২৯ মে) দুপুরে ফেনীর বিচারিক হাকিম আদালতে এ মামলায় ৮০৮ পৃষ্ঠার চার্জশিট দাখিল করে পিবিআই। এ হত্যা মামলার চার্জশিটে অধ্যক্ষ এস এম সিরাজ উদ দৌলাসহ ১৬ জনের মৃত্যুদণ্ড চেয়েছে পুলিশ।

চার্জশিটে থাকা অন্য আসামিরা হলেন, নুর উদ্দিন (২০), শাহাদাত হোসেন শামীম (২০), সাইফুর রহমান মোহা্মাদ জোবায়ের (২১), মাকসুদ আলম (৫০), জাবেদ হোসেন (১৯), হাফেজ আব্দুল কাদের (২৫), আফছার উদ্দিন (৩৩), কামরুন নাহার মনি (১৯), উম্মে সুলতানা পপি (১৯), আব্দুর রহিম শরীফ (২০), ইফতেখার উদ্দিন রানা (২২), ইমরান হোসেন মামুন (২২), মোহাম্মাদ শমীম (২০), রুহুল আমিন (৫৫) ও মহিউদ্দিন শাকিল (২০)।

এদিকে, এ মামলায় গ্রেফতার হওয়া ২১ আসামির মধ্যে ৫ জনকে অব্যাহতি দেওয়া হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের ২৭মার্চ সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসার আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফিকে যৌন নিপীড়নের দায়ে ওই মাদরাসার অধ্যক্ষ সিরাজ উদ-দৌলার নামে থানায় অভিযোগ করা হয়। পরে পুলিশ মাদরাসা অধ্যক্ষ সিরাজ উদ-দৌলাকে আটক করে। পরে ৬ এপ্রিল ওই মাদরাসা কেন্দ্রের সাইক্লোন শেল্টারের ছাদে নিয়ে অধ্যক্ষের সহযোগিরা তার শরীরে আগুন ধরিয়ে দেয়। টানা ৫ দিন মুত্যুর সাথে পাঞ্জা লড়ে মারা যায় নুসরাত জাহান রাফি।

এ সম্পর্কিত আরও খবর