জাপান টোব্যাকো ও অভিনেতা তাহসানকে বর্জনের দাবি

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-28 13:32:42

তরুণ‌দের আকৃষ্ট করে ধ্বং‌সের দিকে ঠে‌লে‌ দি‌তে তামা‌কের বিজ্ঞাপন ও প্রচার প্রচারণার অভিযোগ এনে 'জাপান টোব্যা‌কো' কোম্পানি‌কে বর্জ‌নের দাবি জানিয়েছে ক‌য়েক‌টি সামাজিক কল্যাণমূলক সংগঠন। একই সঙ্গে কোম্পানি‌টির বিজ্ঞাপ‌নে ম‌ডেল হ‌য়ে কাজ করায় অভিনেতা তাহসান‌ খান‌কেও বর্জ‌নের দাবি জানানো হয়।

বৃহস্প‌তিবার (৩০ মে) জাতীয় প্রেসক্লা‌বের সাম‌নে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি থে‌কে দা‌বিগু‌লো জানায় সংগঠনগু‌লো।

মানববন্ধ‌নে প্রত্যাশা মাদক বি‌রোধী সংগঠ‌নের সাধারণ সম্পাদক হেলাল আহ‌মেদ ব‌লেন, ‘জাপা‌নিজ এ কোম্পানি আমা‌দের সন্তান‌দের ধ্বংস কর‌তে বিজ্ঞাপন দি‌তে শুরু ক‌রে‌ছে। আর এসব বিজ্ঞাপ‌নে বাংলা‌দে‌শের একজন অভিনেতা ও সংগীত শিল্পী ম‌ডেল হ‌য়ে‌ছে। তারা বিশ্বক‌বি রবীন্দ্রনাথ ঠাকুর‌কেও ছাড় দেয়‌নি। বাংলা‌দে‌শের তরুণ সমাজ‌কে ধ্বং‌সের দি‌কে যে বা যা‌রা প্ররোচনা দে‌বে, আমরা তা‌দের বর্জন কর‌ব।’

‌সিএল‌পির সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুল আলম ব‌লেন, ‘জাপান টোব্যা‌কো কোম্পানি বাংলা‌দে‌শের আইন ভঙ্গ ক‌রে, বাংলা‌দে‌শে ব্যবসা কর‌ছে। তাদের বিরু‌দ্ধে দ্রুত ব্যবস্থা নি‌তে হ‌বে। এ দেশের যুব সমাজ‌কে ধ্বংস কর‌তে যারা উঠে পড়ে লে‌গে‌ছে তা‌দের ছাড় দেওয়া হ‌বে না। তাহসান খা‌নের বিরু‌দ্ধে ক‌ঠোর ব্যবস্থা নি‌তে হ‌বে। যারা তাহসান‌কে ফেমাস বানায়, তা‌দের সঙ্গে প্রতারণা করার অধিকার তাহসা‌নের নেই।’

গ্রাম বাংলা উন্নয়ন ক‌মি‌টির প্রোগ্রাম ডি‌রেক্টর খন্দকার রিয়াজ হো‌সেন ব‌লেন, ‘তাহসান‌কে তার এ কা‌জের জন্য প্রকা‌শ্যে ক্ষমা চাই‌তে হ‌বে, তার বিজ্ঞাপন তু‌লে নি‌তে হ‌বে। অন্যথায় ঈদের পর আমরা তাহসা‌নের কুশপুত্ত‌লিকা দাহ কর‌ব, প্র‌য়োজ‌নে আরও কঠোর কর্মসূচি‌তে যা‌ব।’

‌জানা যায়, রবীন্দ্রনাথ ঠাকুরের জাপান ভ্রমণ ইতিহাস নিয়ে তারকা শিল্পী তাহসান খানের একটি অনুষ্ঠানের বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে। এই বিজ্ঞাপন ব্যবহার করা হয়েছে জাপান টোব্যাকোর (জেটিআই) ব্র্যান্ড কালার এবং স্লোগান ‘জাপানিজ কোয়ালিটি ’।

উল্লেখ্য, ধূমপান ও তামাকজাত পণ্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইনের ৫ ধারা অনুযায়ী, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো তামাকজাত পণ্য বা তামাকের ব্যবহার প্রবর্ধনের উদ্দেশ্যে যেকোনো ধরনের বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা নিষিদ্ধ এবং দণ্ডনীয় অপরাধ। কোনো ব্যক্তি কিংবা প্রতিষ্ঠান আইনের এই বিধান লঙ্ঘন করলে অনূর্ধ্ব তিন মাস বিনাশ্রম কারাদণ্ড বা অনধিক এক লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডনীয় হবে।

এ সম্পর্কিত আরও খবর