অবিলম্বে 'গণমাধ্যমকর্মী আইন' পা‌সের দা‌বি সাংবাদিকদের

ঢাকা, জাতীয়

স্টাফ ক‌রেসপ‌ন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-18 08:25:59

'গণমাধ্যমকর্মী আইন' জাতীয় সংস‌দে অবিলম্বে পাস করার দা‌বি জা‌নি‌য়ে‌ছেন সাংবা‌দিকরা। একইসঙ্গে নবম ও‌য়েজ বো‌র্ডের প্রজ্ঞাপন প্রকাশ, গণমাধ্যমে সাংবা‌দিক ছাঁটাই বন্ধসহ ঈদের আগে বেতন-বোনাস প‌রি‌শোধেরও দা‌বি জা‌নি‌য়ে‌ছেন তারা।

দা‌বি আদায় না হ‌লে ঈদের প‌র ক‌ঠোর আন্দোলনে যাওয়া ঘোষণা দি‌য়ে‌ছে সাংবা‌দিক শ্র‌মিক কর্মচারী ঐক্য প‌রিষদ।

বৃহস্প‌তিবার (৩০ মে) জাতীয় প্রেসক্লা‌বের সাম‌নে অবস্থান কর্মসূচিতে সংগঠনের পক্ষে এসব দা‌বি জানান, বাংলাদেশ ফেডারেল সাংবা‌দিক ইউনিয়নের সভাপ‌তি মোল্লা জালাল।

তি‌নি ব‌লেন, ‘সাংবা‌দিক‌দের ওপর অন্যায় ব‌ন্ধের একমাত্র সমাধান 'গণমাধ্যম কর্মী আইন'। চলতি সংসদ অধিবেশনই এ আইন পাস করার দা‌বি জানাই। কোনো টালবাহানা বা কাল‌ক্ষেপণ চল‌বে না। এ আইন সংস‌দে পাস কর‌তেই হ‌বে। গণমাধ্যমকর্মী আইন পাস হ‌লে, মা‌লিক‌দের স্বেচ্ছাচা‌রিতা চির‌দি‌নের জন্য বন্ধ হ‌বে।’

মোল্লা জালাল আরও বলেন, ‘আন্দোলন ছাড়া সাংবা‌দিক‌দের দা‌বি কোনোদিন আদায় হয়নি। আর এটাও সত্য সাংবা‌দিক‌দের আন্দোলন বৃথা যায় না। সাংবা‌দিক-শ্র‌মিক-কর্মচারী‌দের দাবিগু‌লো নি‌য়ে সরকা‌রের ও মা‌লিকপ‌ক্ষের অগ্রগ‌তির ওপর নির্ভর কর‌ছে, কি হ‌বে। য‌দি আমা‌দের এ ন্যায্য দা‌বিগু‌লো মে‌নে নেওয়া না হয় তাহ‌লে মধ্য জু‌নেই ক‌ঠোর আন্দোলনে যাব।

তিনি বলেন, এবার আন্দোলন হবে সড়ক অ‌বরোধসহ লাগাতার কর্মসূ‌চি। দা‌বি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব। মা‌লিক শ্র‌মিক‌দের ম‌ধ্যে সরকার কোনো পক্ষ নি‌তে পা‌রবে না। সরকার মধ্যস্থতা কর‌বে, দুইপ‌ক্ষের সঙ্গে কথা ব‌লে সমস্যার সমাধান কর‌বে।’ ‌

অবস্থান কর্মসূ‌চি‌তে আ‌রও বক্তব্য রা‌খেন, বিএফইউজে- বাংলাদেশ ফেডা‌রেল সাংবা‌দিক ইউ‌নিয়‌নের মহাস‌চিব শাবান মাহমুদ, ঢাকা সাংবা‌দিক ইউ‌নিয়‌নের সভাপ‌তি আবু জাফর সূর্য, প্রেসকর্মচারী স‌মি‌তির সভাপ‌তি আলমগীর হো‌সেন খান, কর্মচারী ফেডা‌রেশ‌নের সভাপ‌তি ম‌তিউর রহমান তালুকদারসহ সাংবা‌দিক শ্রমিক নেতারা।

এ সম্পর্কিত আরও খবর