ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বিআরটিএ’র কন্ট্রোল রুম

ঢাকা, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-22 08:57:39

আর পাঁচ বা ছয়দিন বাদেই ঈদুল ফিতর। এ উপলক্ষে কোটি মানুষ রাজধানী ছেড়ে নিজ নিজ গ্রামে যাবেন।

ঈদযাত্রায় প্রতিবছরই চরম ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের। সড়ক পথের ভোগান্তির অভিযোগ জানতে বিআরটিএ কার্যালয়ে নিয়ন্ত্রণ কক্ষ (কন্ট্রোল রুম) চালু করা হয়েছে।

গত বছরও একইভাবে কন্ট্রোল রুম চালু ছিল। ওই কন্ট্রোল রুম থেকে সড়কে কোথাও অসঙ্গিত থাকলে সঙ্গে সঙ্গে তা নিরসন করে গাড়ি চলাচল স্বাভাবিক করার নির্দেশ দেওয়া হতো। সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৩০ মে) কন্ট্রোল রুম চালু করা হলো।

ঢাকায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সদর দফতরের কন্ট্রোল রুমের নম্বর হচ্ছে-৫৫০৪০৭৩৭ ও মোবাইল নম্বর ০১৫৫০০৫১৬০৬।

এ সম্পর্কিত আরও খবর