কারা নির্যাতিত ভাষা সৈনিক ও কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের প্রথম নারী শিক্ষক প্রফেসর লায়লা নূর আর বেঁচে নেই।
শুক্রবার (৩১ মে) সকাল সাড়ে ৯টায় কুমিল্লা নগরীর সিডিপ্যাথ হাসপাতালে তিনি মারা যান (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। বিকাল ৪টায় কুমিল্লা নগরীর স্টেশন রোড খানবাড়ি কবরস্থানে তাকে দাফন করা হবে।
গত মঙ্গলবার (২৮ মে) রাতে নগরীর প্রফেসর পাড়ায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হলে তাকে সিডিপ্যাথ হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়।
প্রফেসর লায়লা নূর ১৯৫৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের ছাত্রী থাকাকালে ভাষা আন্দোলনের পক্ষে মিছিল করায় গ্রেফতার হয়ে ২১ দিন করাভোগ করেন। তিনি ১৯৫৭ সালে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে প্রথম নারী শিক্ষক হিসেবে যোগদান করেন। ১৯৯২ সালে উপাধ্যক্ষ হয়ে অবসর গ্রহণ করেন।
লায়লা নূর ১৯৩৪ সালে ৫ অক্টোবর কুমিল্লার তিতাস উপজেলার গাজীপুরে জন্মগ্রহন করেন।
তার মৃত্যুতে কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে অধ্যক্ষ প্রফেসর মো. রুহল আমিন ভঁইয়া, সাবেক অধ্যক্ষ প্রফেসর আমির আলী সহ কুমিল্লার বিশিষ্ট জনেরা শোক প্রকাশ করেছেন।