সদরঘাটে ঘরমুখী মানুষের চাপ বাড়বে শুক্রবার বিকালে

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম, ঢাকা | 2023-09-01 16:23:14

ঈদ সামনে রেখে ঢাকা ছাড়তে শুরু করেছেন ঘরমুখী মানুষ। শুক্রবার (৩১ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর সদরঘাট থেকে তিনটি লঞ্চ ছেড়ে গেছে। তবে যাত্রীদের তেমন ভিড় দেখা যায়নি। বেলা বাড়ার সাথে সাথে যাত্রীদের চাপ বাড়তে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

শুক্রবার সদরঘাট ঘুরে দেখা গেছে, চাঁদপুরগামী মানুষের ভীড় থাকলেও ফাঁকা ছিল সদরঘাটের বরিশাল টার্মিনাল। তবে সকাল থেকে তিনটি লঞ্চ বরিশালের উদ্দেশ্যে ছেড়ে গেছে।

বিআইডব্লিউটিএ'র বিএস মো: রফিকুল ইসলাম বার্তা২৪.কম-কে বলেন, ‘সকাল থেকে বরিশাল রুটে তিনটি লঞ্চ ছেড়ে গেছে। গতকাল যাত্রীদের চাপ থাকায় মানামি ও পারাবত-১১ দুটি স্পেশাল লঞ্চ ঢাকা ছেড়েছে। আজও বিকাল নাগাদ ভিড় বাড়বে। তবে মুল চাপ হবে গার্মেন্টস ছুটি হলে। ধারনক্ষমতার চেয়ে কোনো বাড়তি যাত্রী নিয়ে লঞ্চ ছাড়তে দেবে না, এ বিষয়ে কঠোর নির্দেশনা রয়েছে।’

টার্মিনালে দায়িত্বরত নৌ পুলিশ সদস্যরা জানান, ঈদ-উল ফিতর উপলক্ষে অঘোষিত টানা ৯ দিনের ছুটিতে দেশ। তাই শেষ কর্মদিবস হওয়ায় বৃহস্পতিবার বিকাল থেকে সদরঘাটে মানুষের ভিড় লক্ষ করা যায়। যা সন্ধ্যা নামার পর ধীরে ধীরে আরও বাড়তে থাকে। আজও কিছুটা চাপ থাকবে।

বিআইডব্লিউটিএ ও লঞ্চ মালিকরা জানান, ঈদে দক্ষিণাঞ্চলের ২১টি জেলার ৪৩টি নৌ রুটে ২১৫টি লঞ্চ প্রস্তুত রয়েছে। প্রয়োজনে বিশেষ সার্ভিস দেয়ার জন্যও তারা প্রস্তুত। প্রয়োজন মতো লঞ্চ চালু রাখা হবে।

সকালে গ্রীন লাইন লঞ্চে বরিশালের উদ্দেশে যাত্রা করা সুমন আহমেদ বার্তা২৪.কম-কে বলেন, ‘অফিস টানা কয়েকদিন ছুটি পেয়েছি। মাঝে সোমবার ছুটি নিয়েছি, তাই ঈদের আগে আর অফিস করব না। গতকালই যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু বাড়তি ভিড়ের কারণে যাওয়া হয়নি।’

সদরঘাটে নৌ পুলিশ কন্ট্রোল রুমের দায়িত্বে থাকা কুমারেশ বার্তা২৪.কম-কে বলেন, ‘এখানে নৌ পুলিশের পর্যাপ্ত সংখ্যক সদস্য কাজ করছেন। ছয়টি নৌ পেট্রোল, পাঁচ প্লাটন নৌ পুলিশ, ওয়াসার কন্ট্রোল রুম, সাতারু পাঁচ জনসহ সকল ব্যবস্থা নেওয়া হয়েছে। কোনো লঞ্চে অতিরিক্ত যাত্রী থাকতে পারবে না।’

এ সম্পর্কিত আরও খবর