রমজানের শেষ শুক্রবারে নিউ মা‌র্কে‌টে উপ‌চে পড়া ভিড়

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 02:33:12

আস‌ছে মুস‌লিম‌দের সব‌চে‌য়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। ঈদ‌কে ঘি‌রে বাঙালি মুস‌লিম‌দের নতুন পো‌শা‌কে থা‌কে অন্যরকম আকর্ষণ। দীর্ঘ অপেক্ষার বেতন আর ছু‌টি মিলেছে। তাই‌ শেষ বি‌কালে রাজধানীর নিউ মা‌র্কেট এলাকায় দেখা মে‌লে ক্রেতা‌দের উপ‌চে পড়া ভিড়।

শুক্রবার (৩১ মে) রাজধানীর নিউ মা‌র্কেট এলাকায় ক্রেতা বি‌ক্রেতা‌দের সমাগম ‌ছিল চো‌খে পড়ার মতো।

এক‌টি বেসরকারি কোম্পানিতে চাকরি ক‌রেন ইমরুল কায়সার। জানা‌লেন বেতন আর বোনাস পে‌য়ে‌ছেন গতকাল, য‌দিও ছু‌টি শুরু হয়‌নি এখনও। ঈ‌দের ছু‌টি শুরু হলেই পা‌ড়ি দে‌বেন লালমনিরহা‌টে মা বাবার কা‌ছে।

ইমরুল ব‌লেন, ‘বেতনটা হা‌তে পে‌য়ে‌ছি গতকাল। শ‌নিবারও অ‌ফিস কর‌তে হ‌বে। তাই‌তো আজই বের হলাম ঈ‌দের কেনাকাটায়। এছাড়া আর কোনো সু‌যোগ হ‌বে না।’

ত‌বে ঈদ কেনাকাটায় দাম নি‌য়ে আপ‌ত্তি ছিল প্রায় সক‌লের। তা‌দের অ‌ভি‌যোগ, তুলনামূলক অ‌তি‌রিক্ত দাম রাখ‌ছেন বি‌ক্রেতারা।

আবার বি‌ক্রেতারা বল‌ছেন অন্য কথা। রাজধানীর নিউমার্কেট ঘু‌রে ক‌য়েকজন বি‌ক্রেতার সা‌থে কথা ব‌লে জানা যায়, শুধু কাপড়ে না, সব প‌ণ্যে এবার একট‌ু দাম বা‌ড়তি।বি‌ক্রেতা‌দের অ‌ভি‌যোগ বাড়‌তি দা‌মেই পাইকারিভা‌বে কিন‌তে হ‌য়ে‌ছে তা‌দের।

ঈদুল ফিত‌রের শেষ শুক্রবা‌রে ক্রেতা‌দের চাপ কিছুটা বে‌শি থাক‌াটাই স্বাভা‌বিক ব‌লে ম‌নে কর‌ছেন আইন-শৃঙ্খলা বাহিনী। য‌দিও ক্রেতা নি‌য়ে সন্তুষ্ট নয় দোকানিরা।

চ‌য়েজ ফে‌ব্রিক্স এর বি‌ক্রেতা ব‌লেন, ‘এই যে দেখ‌ছেন এ‌তো মানুষ, এ‌তো ক্রেতা য‌দি থাক‌তো, তাহ‌লে ঈদ করতাম ঈ‌দের মতো। তবুও যা আ‌ছে মন্দ না।’

‌নিউ মার্কে‌ট পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহ আলম বার্তা২৪.কম-কে ব‌লেন, ‘পু‌রো নিউমা‌র্কে‌টে আজ‌কের যে প‌রিমাণ চাপ রয়ে‌ছে, তা গত শুক্রবা‌রের চে‌য়ে কম। গত শুক্রবার এখা‌নে দা‌ঁড়ি‌য়ে ডিউ‌টি করার মতো জায়গাও পাই‌নি।’

এর কারণ হি‌সে‌বে এ পুলিশ কর্মকর্তা ব‌লেন, নিউ মা‌র্কে‌টে ক্রেতা‌দের চাপ কমার কারণ এবার ছু‌টিটা লম্বা। অ‌নে‌কেই তা‌দের প‌রিবার‌কে আ‌গেই বা‌ড়ি‌তে পা‌ঠি‌য়ে‌ছেন। তাই কেনাকাটাও আ‌গেই সে‌রে ফে‌লে‌ছেন। আবার শিক্ষা প্র‌তিষ্ঠানও ছু‌টি। ঢাকায় আস্তে আ‌স্তে মানুষ কমবে, এটাই স্বাভা‌বিক।’

এ সম্পর্কিত আরও খবর