ভিড় নেই সদরঘাটে, স্বস্তিতে ফিরছেন যাত্রীরা

ঢাকা, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-26 04:38:02

আর তিন বা চার দিন বাদেই সারাদেশে ঈদুল ফিতর উদযাপিত হবে। ঈদের আগে কর্মের শহর ছেড়ে প্রিয় গ্রাম বা শহরে ছুটছেন যাত্রীরা। ঈদের যাত্রা শুরু হয়েছে দুই দিন আগে। অন্যান্য বছরের চেয়ে এবার ঈদযাত্রা বেশি স্বস্তিদায়ক মনে হচ্ছে।

অন্তত রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালেরর চিত্র দেখলে তাই মনে হবে। এখানে স্বাভাবিক দিনেই মানুষের ভিড়ে চলা দুষ্কর। সেখানে ঈদের আগ মুহূর্তেও মানুষের ভিড় নেই। সারি সারি লঞ্চ ভিড়ে আছে, কোনো লঞ্চেই ২০ শতাংশ যাত্রী নেই। অবশ্য বরিশালগামী লঞ্চগুলো ছেড়ে যাবে বিকাল ৩টার পর থেকে নির্দিষ্ট সিডিউল অনুযায়ী।

শনিবার (১ জুন) সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত দুই ঘণ্টায় সদরঘাট টার্মিনালে অবস্থান করে দেখা গেছে, শুধুমাত্র চাঁদপুরগামী লঞ্চেই যাত্রীদের কিছুটা ভিড়। এছাড়া অন্য কোনো লঞ্চেই যাত্রী নেই।

দেশের দক্ষিণ বঙ্গের মানুষের চলাচলের প্রধানতম মাধ্যম হচ্ছে লঞ্চ। আর সেই লঞ্চে এবার ঘরমুখী মানুষের চাপহীন যাত্রায় স্বস্তি প্রকাশ করছেন বিআইডব্লিউটিএ’র কর্তারা।

বিআইডব্লিউটিএ’র পরির্দশক দিনেজ কুমারা সাহা বার্তা২৪.কম-কে বলেন, ‘সারি সারি লঞ্চ দাঁড়িয়ে আছে, যাত্রী নাই। এবার মানুষ আসলে গেল কোথায়?’ অবশ্য পোশাক কারখানা ছুটি হলে রোববার ও সোমবার কিছুটা চাপ বাড়বে বলেও মনে করছেন তিনি।

শুধুমাত্র চাঁদপুরের ঘাটে যাত্রীদের পদচারণা লক্ষ করা গেছে। এরই মধ্যে চাঁদপুরগামী এমভি মিতালী-৭ লঞ্চটি ছেড়ে গেছে। তাতেও খুব বেশি যাত্রী ছিল না। যাত্রীদের কারো কাছে বাড়তি ভাড়া বা হয়রানির অভিযোগ পাওয়া যায়নি।

এমভি মিতালী-৭ এর যাত্রী ইয়াছিন মিয়া বার্তা২৪-কে বলেন, ‘মানুষই নাই, ভাড়া বেশি নেবে কিভাবে? যাত্রীদের চাপ থাকলে তখন বাড়তি ভাড়া আদায় করে। এবারের মতো ঈদযাত্রা আগে কোনো বছরই দেখি নাই। একদম ফাঁকা ঘাট, কোনো ঝামেলা নাই।’

অন্যদিকে এমভি স্বর্ণদ্বীপ-৭ যাত্রীর অপেক্ষায় ঘাটে ভিড়ে আছে। লঞ্চটির মাস্টার ফিরোজ বার্তা২৪-কে বলেন, ‘অন্য বছর ২৬ রমজানে যাত্রীর চাপে দাঁড়ানো যায় না। আর এবার যাত্রীই নাই। তবে কাল, পরশু যাত্রী চাপ বাড়বে।’

এ সম্পর্কিত আরও খবর