গাবতলীতে ডে‌কে ডে‌কে টিকিট বিক্রি

ঢাকা, জাতীয়

স্টাফ ক‌রেসপ‌ন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 06:46:49

আস‌ছে ঈদ। স্বজন‌দের সঙ্গে ঈদ কর‌তে রাজধানী ছাড়‌ছে মানুষ। ত‌বে ঈদের মাত্র ক'দিন বাকি থাক‌লেও এখনো তেমন ভিড় চোখে পড়ে‌নি গাবতলী বাস টার্মিনা‌লে।

রোববার (২ জুন) সকালে গাবতলী বাস টা‌র্মিনা‌লে গিয়ে দেখা যায়, টা‌র্মিনালে যা‌ত্রী‌দের চাপ নেই। ডে‌কে ডে‌কে এখনো টা‌র্মিনাল জু‌ড়ে চল‌ছে টি‌কিট বি‌ক্রি।

এদিকে টা‌র্মিনালে সতর্ক অবস্থা‌নে থাক‌তে দেখা গে‌ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী‌ বা‌হিনীর সদস্যদের। টা‌র্মিনালের ভেতরে মা‌ঝে মা‌ঝে লাউড স্পিকারে যাত্রী‌দের সতর্ক কর‌ছে তারা।

টা‌র্মিনালে অবস্থানরত ‌শিশির লোকাল প‌রিব‌হনের ম্যানেজার বলেন, ‘প‌রিবহ‌নের ব্যবসা আগের মতো নেই। চলছে ঈদের মৌসুম। অথচ যাত্রী ডে‌কেও পাওয়া যায় না। ঈদের ম‌ধ্যে খরচ আছে, বেতন আছে, বোনাস আছে। রাজশাহীর ভাড়া ৪৮০ টাকা, আর আমরা নিচ্ছি ৪৫০ টাকা। তবুও যাত্রী নাই।’

য‌শোরগামী পূর্বাশা প‌রিবহ‌নের যাত্রী সোহাগ বার্তা২৪.কমকে বলেন, ‘আগে থেকে টিকিট কাটা ছিল না। তাই ভয়ে ছিলাম। কিন্তু টার্মিনালে এসে কোনো ঝামেলায় পড়তে হয়নি। খুব সহজে টিকিট পেয়েছি।’

সাউথ লাইন প‌রিবহ‌নের লাইনম্যান সিরাজ ব‌লেন, ‘এখনো যাত্রীদের চাপ বাড়েনি। আমা‌দের সাউথ লাইন, গো‌ল্ডেন লাইন প‌রিবহনে কখনো ভাড়া বাড়া‌নো হয় না।’

এ সময় পা‌শে থাকা বিকাশ প‌রিবহ‌নের কাউন্টার মাস্টার প‌রিমল ব‌লেন, ‘আমা‌দের গা‌ড়ির মোট আসন ৭০টা। মাত্র ১৪টা সিটে যাত্রী দি‌য়ে গা‌ড়ি ছে‌ড়ে দি‌য়ে‌ছি। নবীনগর পর্যন্ত মোট ২২ থে‌কে ২৫ যাত্রী হ‌বে। অবস্থা খুবই খারাপ।’

ত‌বে প‌রিবহন সং‌শ্লিষ্টরা স্বপ্ন দেখ‌ছেন আগামী ৩ ও ৪ তা‌রি‌খের। তারা বল‌ছেন, এ দু‌দিন যাত্রী‌দের ভিড় থাক‌বে। কারণ তিন তা‌রিখ অফিস করে মানুষ বাড়ি যাবে।

মিরপুর পুলিশ লাইনের উপপু‌লিশ প‌রিদর্শক (এএসআই) সি‌দ্দিক ব‌লেন, ‘টা‌র্মিনা‌লে মানুষ খুব স্বাভা‌বিকভা‌বে চলাফেরা কর‌ছে। প্রশাস‌নের পক্ষ থে‌কে আমরা সব সময় সজাগ আছি। কেউ কোনো ‌অভিযোগ কর‌লে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নি‌চ্ছি।’

এ সম্পর্কিত আরও খবর