পুলিশে কর্মরত সদস্যদের ছুটি প্রাপ্তির ক্ষেত্রে দীর্ঘ প্রক্রিয়া আর সময়ের প্রয়োজন পড়ে। এতে ভোগান্তির মাত্রা কম নয়। তবে পুলিশ সদস্যদের ছুটি নিশ্চিতের নতুন দ্বার উন্মোচন করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। এখন থেকে মোবাইল ফোনে ছুটি মঞ্জুরের খুদে বার্তা পৌঁছে যাবে। ফলে ছুটি প্রত্যাশীদের ভোগান্তিও হ্রাস পাবে।
সিমএমপি সূত্রে জানা গেছে, গত ২০ মে মাসিক কল্যাণ প্যারেডে সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান মোবাইলে খুদে বার্তায় ছুটি নিশ্চিতের জন্য সংশ্লিষ্ট দফতরকে নির্দেশনা দেন। এর পরিপ্রেক্ষিতে আবেদন করা পুলিশ সদস্যদের মোবাইল ফোনে খুদে বার্তার ছুটি নিশ্চিত করা হয়। একই সঙ্গে যারা ছুটি পাননি তাদের দ্রুত সময়ে খুদে বার্তায় বিষয়টি তুলে ধরা হয়। এতে অনেকে আট দিনের ছুটি মঞ্জুরের খুদে বার্তা পান।
এ বিষয়ে জানতে চাইলে সিএমপি কমিশনার মাহাবুবর বার্তা২৪.কমকে বলেন, ‘প্রতি বছর কনস্টেবলদের ছুটির জন্য বিভিন্ন ধাপ পার করতে হতো। এবার ছুটির আবেদন পাওয়ার সাথে সাথে মঞ্জুরের আদেশ দেওয়া হচ্ছে। একই সঙ্গে মোবাইল ফোনের মাধ্যমে ছুটি নিশ্চিতের খুদে বার্তা পাঠানো হচ্ছে।’
এ সংক্রান্ত মোবাইল অ্যাপস তৈরি করার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, ‘এরকম ডিজিটাল উদ্যোগ বাংলাদেশ পুলিশের অন্যান্য ইউনিট এবং সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের গ্রহণের সুযোগ থাকছে।’