পোস্টিং গোপালগঞ্জে, রোগী দেখেন নারায়ণগঞ্জে

ঢাকা, জাতীয়

তপন কান্তি রায়, স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-25 17:59:51

পোস্টিং হয়েছে গোপালগঞ্জে। তবুও সেখানে না গিয়ে নারায়ণগঞ্জে নিয়মিত রোগী দেখেন গোপালগঞ্জের শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের নাক, কান ও গলা (ইএনটি) বিভাগের প্রধান ডাক্তার ডিজিএম আকাইদুজ্জামান।

ডাক্তার আকাইদুজ্জামান প্রায় আড়াই বছর আগে গোপালগঞ্জের শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজে পোস্টিং নেন। বর্তমানে তিনি ইএটি বিভাগীয় প্রধান। তবে বিভাগীয় প্রধান হয়েও এই ডাক্তার নামে মাত্র সপ্তাহে একদিন অফিস করেন গোপালগঞ্জে, আর বাকি ছয় দিনই তিনি নারায়ণগঞ্জে থাকেন।

জানা গেছে, নারায়ণগঞ্জের চাষাড়ার বালুর মাঠের পপুলার ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিত বসেন তিনি।

এর আগে আকাইদুজ্জামান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। আর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পড়াশোনা করেছেন তিনি।

নারায়ণগঞ্জের পপুলার ডায়াগনস্টিক সেন্টারের রিসিপশনের নাসরিন নামে একজন বার্তা২৪.কমকে বলেন, ‘প্রতিদিনই ডাক্তার ডিজিএম আকাইদুজ্জামান আমাদের এখানে রোগী দেখেন। সন্ধ্যায় আমাদের এখানে নিয়মিত বসেন। কোনো দিন না আসতে পারলে আগেই ফোন করে জানিয়ে দেন।’

এদিকে গত ২৭ জানুয়ারি ঢাকার স্বাস্থ্য মন্ত্রণালয় পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছিলেন, 'যে ডাক্তার জেলায় যাবেন না, তাকে ওএসডি করে নতুন ডাক্তার নিয়োগ দেয়া হবে।'

অথচ প্রধানমন্ত্রীর নিজ জেলার মেডিকেল কলেজ হাসপাতালে চাকরি করেও নিয়মিত অফিস করেন না আকাইদুজ্জামান।

কেন নিয়মিত অফিস করেন না জানতে চাইলে আকাইদুজ্জামান বার্তা২৪.কমকে বলেন, 'এ বিষয়ে আমি ফোনে কোনো কথা বলতে চাই না, সামনাসামনি এসে কথা বলুন।'

গোপালগঞ্জের শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. লিয়াকত হোসাইন তপন বলেন, 'এ বিষয়ে আমার কাছে তথ্য নেই। জেনে জানাতে পারব।'

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব জি এম সালেহ উদ্দিন বার্তা২৪.কমকে বলেন, 'এই বিষয়টি আমরা অবগত না, তদন্ত করে দেখব।'

এ সম্পর্কিত আরও খবর