খুলনায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যাঘাত

খুলনা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, খুলনা | 2023-08-26 14:21:32

পুশ্চিমা মৌসুমি বায়ুর চাপে খুলনায় দিনভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়ছে। এতে বিরাজমান ভ্যাপসা গরমের মাত্রা সহনীয় পর্যায়ে নেমে আসে। তবে ব্যাঘাত ঘটছে শেষ মুহূর্তের ঈদ কেনাকাটায়।

মঙ্গলবার (৪ মে) সকালে হালকা রোদ উঠলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শুরু হয় বৃষ্টিপাত। কখনো গুঁড়ি গুঁড়ি আবার কখনো ভারী বর্ষণে বিপাকে পড়েছেন শেষ মুহূর্তের ঈদ বাজারে কেনাকাটা করতে আসা মানুষেরা।

অপ্রস্তুত অবস্থায় ঈদের কেনাকাটা করতে আসা আইনজীবী পারভেজ হক বার্তা২৪.কমকে বলেন, ‘সকালে রোদ দেখে ঈদের কেনাকাটা করতে বের হয়েছি। হঠাৎ করে বৃষ্টি নামল। ছাতা নিয়ে বের না হওয়ায় হেঁটে যেতে পারছি না। বৃষ্টি শুরু হওয়ায় আমাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।’

ব্যবসায়ী হোসেন মিয়া বার্তা২৪.কমকে বলেন, ‘সকাল থেকে বৃষ্টি শুরু হওয়ায় ক্রেতারা বাজারে আসতে পারছেন না। তবে বৃষ্টি উপেক্ষা করে যারাই আসছেন, তারাই কেনাকাটা করছেন। আজ মার্কেটে কোনো দর্শনার্থী নেই, যারা আসছেন সবাই ক্রেতা। বৃষ্টির কারণে আশানুরুপ বিক্রি হচ্ছে না।’

খুলনা আঞ্চলিক আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ আমিরুল আজাদ বার্তা২৪.কমকে বলেন, ‘খুলনায় আগামী বুধবার (৫ জুন) ভোর থেকে থেমে থেমে সারাদিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। বঙ্গোপসাগর থেকে কিছু মেঘমালা ভেসে আসায় ও কালবৈশাখীর প্রভাবে এ বৃষ্টিপাত হচ্ছে। ঈদের দিনও বৃষ্টি হতে পারে।’

এদিকে খুলনায় ঈদের প্রধান জামাতের জন্য নির্ধারিত খুলনা সার্কিট হাউস ময়দানে বৃষ্টিপাতের কারণে কিছু অংশে পানি জমে গিয়েছে। বালু দিয়ে ভরাট করা মাঠে পানি দ্রুত শোষণ হবে। তবে রাতে আরও ভারী বর্ষণ হলে ঈদের জামাত সার্কিট হাউস ময়দানে হবে কিনা তা নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে। খুলনায় আবহাওয়া অনুকূলে থাকলে ঈদুল ফিতরের প্রথম ও প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় খুলনা সার্কিট হাউসে এবং দ্বিতীয় ও শেষ জামাত খুলনা টাউন জামে মসজিদে সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। আবহাওয়া প্রতিকূল হলে টাউন জামে মসজিদে প্রথম ও প্রধান জামাত সকাল ৮টায়, দ্বিতীয় জামাত ৯টায় এবং তৃতীয় ও শেষ জামাত ১০টায় অনুষ্ঠিত হবে। আবহাওয়া প্রতিকূল হলে কোর্ট জামে মসজিদে সকাল সাড়ে ৮টায় একটি জামাত অনুষ্ঠিত হবে।

এ সম্পর্কিত আরও খবর