ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছেন কর্মজীবীরা

ঢাকা, জাতীয়

তৌফিকুল ইসলাম,স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-27 01:54:40

ঈদুল ফিতরের ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষেরা। অনেকের শনিবার (৮ জুন) থেকে অফিস খুলে যাওয়ার কারণে রাতেই রওনা হয়েছেন যাতে সকালে অফিস ধরতে পারেন। তবে যাত্রীরা জানিয়েছেন ফিরতি পথে কোনো ধরনের ঝামেলা ছাড়াই ঢাকায় পৌঁছাতে পেরেছেন।

শনিবার (৮ জুন) সকাল ৮টার দিকে গাবতলী ও কল্যাণপুর এলাকায় দেখা যায়, বিভিন্ন জেলা থেকে ছেড়ে আসা বাসগুলো ঢাকা প্রবেশ করছে। তবে এসব বাসে আসা যাত্রীরা বেশিরভাগই কর্মজীবী।

 

সরেজমিনে দেখা যায়, ফিরতি যাত্রীদের ফেরার চাপ একটু কম ছিল। কারণ অনেকেই নির্দিষ্ট সময়ের বাইরে অধিক ছুটি নিয়েছেন ফলে পুরো সপ্তাহজুড়েই ঢাকামুখী মানুষ আসতে থাকবে। উত্তরবঙ্গ থেকে সড়কপথে ঢাকা আসা বেশিরভাগ গাড়ি গাবতলী ও টেকনিক্যাল মোড়ে যাত্রীদের নামিয়ে দিচ্ছে।

পঞ্চগড় থেকে আসা প্রান্তিক হাসান বার্তা২৪.কমকে বলেন, 'একটু দ্রুতই ঢাকায় ফিরতে হলো। বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করি। আজ (শনিবার) থেকে অফিস খুলছে। পরিবারের সঙ্গে ঈদ উদযাপন শেষে আবার ঢাকায় আসলাম। এত দ্রুত ঢাকা ফিরতে একটু খারাপ লাগছে। তবে পরিবারের সঙ্গে কাটানো ঈদের সময়গুলো ছিল অনেক আনন্দের।'

বাস থেকে নেমে পাশেই অবস্থান নিয়েছেন যাত্রীরা, ছবি: বার্তা২৪

 

অন্যদিকে, গাবতলীতে কথা হয় নাটোর থেকে ঢাকায় আসা মমিনুল ইসলাম নামের এক যাত্রীর সঙ্গে। তিনি বার্তা২৪.কমকে বলেন, ‘আমি ঈদের আগে গত ৪ জুন ঈদ করতে ঢাকা ছেড়েছিলাম। কল্যাণপুর কাউন্টার থেকে নাটোরের উদ্দেশ্যে রওনা করে দীর্ঘক্ষণ জ্যামে পড়ে গন্তব্যে পৌঁছেছি অনেক দেরিতে। তবে ছুটি শেষে ঢাকা ফিরতে তেমনটা যানজটে পড়তে হয়নি।’

রংপুর থেকে আসা জেসমিন আক্তার বার্তা২৪.কমকে বলেন, ‘রংপুর থেকে ঢাকায় আসতে রাস্তায় কোনো ঝামেলা হয়নি। একদম নির্বিঘ্নে চলে এসেছি। রাস্তায় কোনো জ্যাম ছিলনা। বাসা থেকে এবার একটু আগেই চলে আসলাম। কাল থেকে ফুল ওয়ার্কিং ডে শুরু। বাচ্চার স্কুল, আমার অফিস সব খুলবে। সে ক্ষেত্রে কাল রাস্তায় জ্যাম হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই দুর্ভোগ এড়াতে পরিবার-পরিজন নিয়ে আগেই ঢাকা ফিরলাম।'

বাসের সামনে যাত্রীদের ভিড়, ছবি: বার্তা২৪

 

হানিফ পরিবহনের ম্যানেজার মোশারফ হোসেন বার্তা২৪.কমকে বলেন, ‘ঈদযাত্রা এবার মোটামুটি ভালো হয়েছে। তবে ৪ তারিখে রাস্তায় খুব বেশি জ্যাম ছিল। কাল থেকে মোটামুটি যাত্রীরা ঢাকা ফিরতে শুরু করেছে। ফিরতি যাত্রায় এখন পর্যন্ত কোথাও কোনো ধরনের যানজটের খবর পাইনি। আমাদের সকল রুটের গাড়িগুলো শিডিউল অনুযায়ী যাত্রীদের নিয়ে ঢাকা ফিরছে।’

এ সম্পর্কিত আরও খবর