মিয়ানমার রোহিঙ্গাদের নিতে আগ্রহী না: প্রধানমন্ত্রী

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা২৪.কম | 2023-08-24 21:44:43

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ‘আমরা তো চুক্তি করেছি। সব রকম ব্যবস্থা করা হয়েছে, তাদের সঙ্গে যোগাযোগও আছে। কিন্তু ওইভাবে তাদের সাড়াটা পাই না। রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমার আগ্রহী না।’

রোববার (৯ জুন) জাপান, সৌদি আরব ও ফিনল্যান্ডে ১২ দিনের সরকারি সফর পরবর্তী সংবাদ সম্মেলন তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘সবাই চায় যে, রোহিঙ্গা সমস্যার সমাধান হোক। কিন্তু মিয়ানমার তাদের নিতে চায় না। এখানেই সমস্যা হয়ে গেছে। সবাই মিলে সহযোগিতা করলে একটা ব্যবস্থা হবে। না হলে এতো লোকের ব্যবস্থা করা কঠিন।’

ভারতের নরেন্দ্র মোদি আবারও ক্ষমতায় আসায় তিস্তার পানি চুক্তি সমাধানের বিষয়ে তিনি বলেন, ‘আমরা মেরিটাইম বাউন্ডারির মতো কঠিন সমস্যার সমাধান করেছি। ছিটমহল বিনিময় করেছি। তবে এ ধরনের ভিষয় নিয়ে পৃথিবীর বহু দেশে যুদ্ধ বেধে যাচ্ছে, কিন্তু আমরা সমাধান করেছি। পানির জন্য কারো মুখাপেক্ষী থাকতে হবে না, ডেল্টা প্ল্যান করেছি। পানি ধরে রাখার ব্যবস্থা করলে, পানির জন্য কারও দিকে চেয়ে থাকতে হবে না। তাই তিস্তা নিয়ে খুব বেশি চিন্তা করার দরকার নেই।’

আরও পড়ুন: সংস্থাগুলোই চায় না রোহিঙ্গারা ফেরত যাক 

পাইলটের পাসপোর্ট রেখে যাওয়া প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘যখনই বিমানে উঠি, তখনই ঘটনা ঘটে বা নিউজ হয়। হয়তো পাসপোর্ট ভুলে যেতে পারে, ভুল হতে পারে। এখানে ইমিগ্রেশনে যারা ছিল, তাদের তো চেক করতে হবে।’

তিনি আরও বলেন, ‘আরেকটি কথা বলব, ইমিগ্রেশন এখন পাওয়ারফুল। এখন তো সবাই ভিআইপি, ভিভিআইপি, আরও ভি লাগবে। কিন্তু কাউকে ছাড়া হবে না। প্রতিটি পাসপোর্ট সিল মারা আছে কিনা চেক করা হবে। ভিভিআইপি লাগেজও চেক করা হবে।’

এ সম্পর্কিত আরও খবর