রোহিঙ্গা প্রত্যাবাসন : সমঝোতা স্মারক প্রকাশের দাবি ফখরুলের

, জাতীয়

সেন্ট্রাল ডেস্ক ২ | 2023-08-27 07:50:12

রোহিঙ্গাদের ফেরত পাঠাতে মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সই করা সমঝোতা স্মারক নিয়ে হতাশা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব। তাই ওই চুক্তির বিস্তারিত জনসমক্ষে প্রকাশের দাবি জানিয়েছেন তিনি। গতকাল শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল এ দাবি জানান। রোহিঙ্গা প্রত্যাবর্তন বিষয়ে মিয়ানমারের সঙ্গে করা চুক্তিতে ফিরে যাওয়ার পর রোহিঙ্গাদের নিরাপত্তার কোনো দিকনির্দেশনা না থাকার আশঙ্কা করে মির্জা ফখরুল বলেন, ‘সমঝোতার বিষয়গুলো সম্পর্কে আমরা জানি না। এটি এখনো জনসমক্ষে আনা হয়নি। তাই মিয়ানমারের সঙ্গে সই করা সমঝোতা স্মারক প্রকাশের দাবি জানাচ্ছি।’ বিএনপি মহাসচিব বলেন, চুক্তির ফলে রোহিঙ্গারা ফিরে যেতে আস্থা পাবে কি না, তাদের নিরাপত্তা থাকবে কি না, গণহত্যার শিকার হবে কি না- এ বিষয়গুলো সম্পর্কে জানা দরকার। কিন্তু এখনো এগুলো সম্পর্কে কিছু জানানো হয়নি। তিনি বলেন, এখনো মিয়ানমারের সেনাবাহিনী সেখানে নির্যাতন করছে। রোহিঙ্গাদের ওপর এখনো তাদের বর্বরতা বন্ধ হয়নি। এখন যদি রোহিঙ্গাদের ফেরত পাঠানো হয়, তাহলে সেটা নরকে ঠেলে দেওয়ার মতো ব্যাপার হবে। গুম নিয়ে সংসদে শেখ হাসিনার দেওয়া বক্তব্য প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রী যে কথা বলেছেন, তাতে তারা এটা স্বীকার করে নিয়েছেন যে গুম হচ্ছে এবং তারা এই গুমের সঙ্গে জড়িত। আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে প্রতিপক্ষকে গুম করে ফেলা হচ্ছে বলে অভিযোগ করেন বিএনপি’র এই শীর্ষ নেতা। বিদ্যুতের দাম বাড়ানো প্রসঙ্গে বিএনপি মহাসচিব অভিযোগ করে বলেন, নিজেদের ঘনিষ্ঠ কিছু ব্যবসায়ীকে লুটপাটের সুযোগ করে দিতেই আবারও বিদ্যুতের দাম বাড়িয়েছে সরকার।

এ সম্পর্কিত আরও খবর