কৃষকের বেগুন গাছ উপড়ে ফেলল দুর্বৃত্তরা!

ময়মনসিংহ, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ | 2023-09-01 01:50:53

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার চরআলগী ইউনিয়নের সরদার পাড়া গ্রামের কৃষক সুরুজ মিয়ার ৪ কাঠা জমির বেগুন গাছ রাতের আঁধারে উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় গফরগাঁও থানায় লিখিত অভিযোগ করেছেন ওই কৃষক।

প্রতিবেশী রোস্তম আলীর কাছ থেকে ৪ কাঠা (৪০ শতাংশ) জমি লিজ নিয়ে বেগুনের আবাদ করেন সুরুজ মিয়া। এতে তার খরচ হয়েছে দুই লাখ টাকা। সোমবার (১০ জুন) গভীর রাতে পুরো জমির ১৮শ’ বেগুন গাছ উপড়ে ফেলে দুর্বৃত্তরা।

অভিযোগে সুরুজ মিয়া জানান, কিছুদিন আগে একই এলাকার প্রতিবেশী তাইজ উদ্দিনের একটি ছাগল মারা যায়। তাইজ উদ্দিন দোষারোপ করেন তার বেগুন ক্ষেতে বিষ দেওয়ার কারণে ক্ষেতের ঘাস খেয়ে ছাগলটি মারা গেছে। এ নিয়ে সুরুজ মিয়া ও তাইজ উদ্দিনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর জের ধরেই গভীর রাতে তাইজ উদ্দিন ও তার লোকজন সুরুজ মিয়ার বেগুন গাছ উপড়ে ফেলেছে।

বিকেলে গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আহাদ খান বার্তা২৪.কমকে বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে আমিসহ থানা পুলিশের সদস্যরা এসেছি। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ সম্পর্কিত আরও খবর