রাজধানীতে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সংগঠক আটক

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 21:59:56

রাজধানী বাড্ডা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের এক সংগঠককে আটক করেছে র‍্যাব।  

মঙ্গলবার (১১ জুন) বার্তা২৪.কমকে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব ৩' র অধিনায়ক এমরানুল হাসান।

এমরানুল হাসান বলেন, ‘রাজধানীর বাড্ডায় আলম নামে একজন ব্যক্তি আনসার আল ইসলামের অন্যতম সংগঠক হিসেবে গোপনে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।’

এমন খবরের ভিত্তিতে আভিযান পরিচালনা করে নূর আলম ওরফে আলম (৩৩) কে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, নূর আলম ২০০৮ সাল হতে রাজধানীর বাড্ডা কেন্দ্রিক ‘জামায়েতুল মুসলিমীন’ নামের একটি উগ্র মনোভাবাপন্ন সংগঠনের সমর্থক ছিল। 

পরবর্তীতে ২০১০ সালে সে জসীমুদ্দীন রাহমানির অনুসারী হিসেবে আনসারুল্লাহ বাংলা টিমে যোগদান করেন। ২০১৩ সালে জসীমুদ্দীন রাহমানি গ্রেফতার হওয়ার পর আলম গোপনে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে থাকেন। 

আলমের দেয়া তথ্য মতে, আনসার আল ইসলাম (আনসারুল্লাহ বাংলা টিম) সংগঠনের আদর্শ ও উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য সংগঠনের সদস্যদেরকে দেশের বিভিন্ন এলাকায় ক্ষুদ্র ক্ষুদ্র দলে ভাগ করে সাংগঠনিক দায়িত্ব পালনের নির্দেশনা দেয়া হয়।

আলম রাজধানীর বাড্ডা কেন্দ্রিক আনসার আল ইসলামের গোপন টিমের সক্রিয় সংগঠক হিসেবে দায়িত্বরত ছিলেন। সে আনসার আল ইসলামের রিক্রুটার, মোটিভেটর, মাসিক চাঁদা প্রদানকারী ও অন্যতম সংগঠক হিসেবে দায়িত্বরত ছিল। 

র‍্যাব জানায়, আটককালে তার হেফাজত থেকে ১টি ল্যাপটপ উদ্ধার করা হয়।

র‍্যাব ৩'র এই অধিনায়ক বলেন,তার বিরুদ্ধে কদমতলী থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হচ্ছে।

এ সম্পর্কিত আরও খবর