রোহিঙ্গা ইস্যুতে কূটনীতিকদের পররাষ্ট্রমন্ত্রীর ব্রিফিং

ঢাকা, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-14 09:36:29

রোহিঙ্গা সঙ্কটের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরতে বুধবার (১২ জুন) বিদেশি কূটনীতিকদের ব্রিফ করছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

সকাল ১০টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঢাকার বিদেশি কূটনীতিকদের ব্রিফিং শুরু হয়। এ সময় রোহিঙ্গা সঙ্কটের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করতে পররাষ্ট্রমন্ত্রী আহ্বান জানান।

তিনি বলেন, দুই বছর হতে চলেছে। নানা অজুহাতে তারা রোহিঙ্গাদের নিচ্ছে না। কিন্তু বিভিন্ন আলোচনায় রোহিঙ্গাদের নিতে অস্বীকারও করছে না।

রোহিঙ্গা সঙ্কট শুরুর পর থেকে বিভিন্ন সময় সরকারের পক্ষ থেকে বিদেশি কূটনীতিকদের কাছে পরিস্থিতি তুলে ধরা হয়েছে। এখন সময় সবার পক্ষ থেকে চাপ সৃষ্টি করা যেন অচিরেই রোহিঙ্গাদের সম্মানের সঙ্গে ফিরিয়ে নেয় মিয়ানমার।

এ সম্পর্কিত আরও খবর