চিকিৎসকদের বিরুদ্ধে বিএসএমএমইউ কর্তৃপক্ষের মামলা

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-29 07:41:44

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসক নিয়োগ পরীক্ষা বন্ধের দাবিতে চলা আন্দোলনরত চিকিৎসকদের বিরুদ্ধে মামলা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আন্দোলনরত চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ, ভিসির কার্যালয়ে ভাঙচুর।

মঙ্গলবার (১১ জুন) রাতে শাহবাগ থানায় এই মামলা করা হয়েছে বলে বার্তা২৪.কম-কে নিশ্চিত করেছেন ডিএমপির রমনা জোনের উপ-পুলিশ কমিশনার মারুফ সরদার।

তিনি বলেন, ‘হাসপাতালটির ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ডা. সৈয়দ মোজাফফর আহমেদ বাদী হয়ে ১৫ জন নামধারী ও অজ্ঞাতনামা ৪০ জনের বিরুদ্ধে মামলা করেছেন।

এর আগে মঙ্গলবার চিকিৎসক নিয়োগে দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগে নিয়োগ প্রার্থীদের বিক্ষোভের মুখে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসক নিয়োগ স্থগিত করে হাসপাতাল প্রশাসন।

ক্ষুব্ধ চিকিৎসকরা বাগবিতণ্ডা করার পর উপাচার্যকে তার কার্যালয়ে এক ঘণ্টারও বেশি সময় অবরুদ্ধ করে রাখেন।

জানা যায়, গত ২০ মার্চ অনুষ্ঠিত ২০০ জন চিকিৎসক নিয়োগ পরীক্ষার ফলাফল গত ১২ মে প্রকাশিত হয়। পরীক্ষার ফলাফল ঘোষণার পরপরই দুর্নীতি অভিযোগ এনে অর্ধশতাধিক চিকিৎসক বিক্ষোভ করেন।

এ সম্পর্কিত আরও খবর