দেশের জনসংখ্যা ১৬ কোটি ৪৬ লাখ

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 08:29:13

দেশে জনসংখ্যা বেড়েছে ১ দশমিক ৩৭ শতাংশ। বর্তমানে মোট জনসংখ্যা ১৬ কোটি ৪৬ লাখ। ২০১৭ সালে জনসংখ্যা ছিল ১৬ কোটি ২৭ লাখ।

বুধবার (১২ জুন) দুপুরে আগাঁরগাওয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ‘রিপোর্ট অন বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিস্টিকস ২০১৬' প্রকাশনা অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।

প্রকাশিত তথ্য অনুযায়ী, দেশে মোট পুরুষের সংখ্যা ৮ কোটি ২৪ লাখ আর মহিলা সংখ্যা ৮ কোটি ২২ লাখ। দেশে জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার ১ দশমিক ৩৩ শতাংশ। আর লিঙ্গ অনুপাতে হার ১০০ দশমিক ২।

বয়সভিত্তিক জনসংখ্যা শূন্য থেকে ১৪ বছর পর্যন্ত ২৮ দশমিক ৮, ১৫ থেকে ৪৯ বছর পর্যন্ত ৫৪ দশমিক ছয়, ৫০ থেকে ৫৯ বছর বয়সী ৮ দশমিক ৭ শতাংশ এবং ৬০ বছরের অধিক বয়সী জনসংখ্যা ৭ দশমিক ৯ শতাংশ।

এ সম্পর্কিত আরও খবর