জঙ্গি তৎপরতা রোধে সতর্ক পুলিশ

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-26 21:49:05

দেশে জঙ্গি তৎপরতা কার্যকরভাবে নিয়ন্ত্রণে রয়েছে, জঙ্গি তৎপরতা যেন কোনভাবেই মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য পুলিশ কর্মকর্তাদের সজাগ ও সতর্ক থাকতে বলেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

বুধবার (১২ জুন) পুলিশ সদর দফতরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ত্রিমাসিক অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ কর্মকর্তাদের এ নির্দেশ দেন তিনি।

আইজিপি বলেন, জঙ্গি তৎপরতা রোধে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট স্থাপন, ব্লক রেইড পরিচালনা করতে হবে। এছাড়া কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোরদার করে এ সম্পর্কে বিভিন্ন তথ্য সংগ্রহ করতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়মিত মনিটর করতে হবে। জঙ্গিদের সম্পর্কে গোয়েন্দা নজরদারি আরো বাড়াতে হবে।

পুলিশ প্রধান আরো বলেন, জঙ্গির পাশাপাশি মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। মাদকের বিস্তার রোধে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে নিয়ে মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

বিগত পহেলা বৈশাখ, বুদ্ধপূর্ণিমা, রমজান, ঈদুল ফিতর শান্তিপূর্ণভাবে উদযাপিত হয়েছে। বর্তমানে দেশের সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত সন্তোষজনক বলে জানান আইজিপি। এ অবস্থা ধরে রাখতে সবাইকে পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।

সভায় পুলিশ সদর দফতর গত তিন মাসে অপহরণ, ডাকাতি, ছিনতাই, এসিড নিক্ষেপ, ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন, মাদকদ্রব্য, চোরাচালান, অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার, সড়ক দুর্ঘটনা, গাড়ি চুরি, রাজনৈতিক সহিংসতা, অপমৃত্যুসহ দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে।

এ সম্পর্কিত আরও খবর