বন্দরে নিয়োগ কমিটির কর্মকর্তাদের সম্পদের হিসাব দাবি

, জাতীয়

সেন্ট্রাল ডেস্ক ২ | 2023-09-01 03:58:56

চট্টগ্রাম বন্দরের নিয়োগ কমিটিতে থাকা কর্মকর্তাদের সম্পদের হিসাব তদন্তের দাবি জানিয়েছে চট্টগ্রাম বন্দরের ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত ও স্থানীয় অধিবাসীদের অধিকার আদায় পরিষদ। গতকাল বুধবার চট্টগ্রাম প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে পরিষদ নেতারা এ দাবি জানান। সংবাদ সম্মেলনে পরিষদের সভাপতি নুর মোহাম্মদ খান বলেন, বন্দর সম্প্রসারণের কারণে স্থানীয় বাসিন্দারা নিঃস্ব হয়েছে। অন্যদিকে এসব এলাকায় ফ্ল্যাট বাড়ি ও একাধিক ফ্ল্যাটের মালিক বনেছেন বন্দরের বিভিন্ন কর্মকর্তা। এত টাকা তারা কোথায় পেল তা খতিয়ে দেখা প্রয়োজন। সাম্প্রতিক সময়ের আলোচিত বন্দরের লস্কর পদে কার সুপারিশে কতজনের নিয়োগ দেওয়া হয়েছে তা প্রকাশের দাবি জানিয়ে তিনি বলেন, বন্দরের কারণে ক্ষতিগগ্রস্ত পরিবার থেকে ২০ জন প্রার্থী  লস্কর পদে আবেদন করেছিল। কিন্তু তাদের মধ্যে একজনেরও  চাকরি হয়নি। লস্কর পদে চট্টগ্রাম থেকে ৪৫ জনকে নিয়োগ দেওয়া হয়েছে বলে নৌপরিবহন মন্ত্রী যে তথ্য দিচ্ছেন তা সঠিক নয় দাবি করে নুর মোহাম্মদ খান বলেন, মিথ্যা তথ্য দিয়ে মন্ত্রী ধোঁকা দিতে চাইছেন। কীভাবে, কোন কোটায়, কতজনকে নিয়োগ দিয়েছেন তা স্পষ্ট করার দাবি জানান তিনি। সংবাদ সম্মেলনে বন্দরের কারণে ক্ষতিগ্রস্তদের চাকরির দাবিতে  পাড়া-মহল্লায় সমাবেশ, থানা-ওয়ার্ডে জনসভা, বন্দর ভবন ঘেরাও কর্মসূচি ও হরতালের মতো কর্মসূচি দেওয়ার হুমকি দেওয়া হয়। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে সংগঠনের সাধারণ সম্পাদক মো. সিদ্দিকুল ইসলাম, দিদারুল হক, জাহাঙ্গীর আলম প্রমুুখ উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর