রাজশাহীর বুটিক পোশাক নিতে আগ্রহী ইন্দোনেশিয়া

রাজশাহী, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজশাহী | 2023-08-30 19:43:51

রাজশাহী অঞ্চলের বুটিক পোশাক নিতে আগ্রহ প্রকাশ করেছে ইন্দোনেশিয়া। বৃহস্পতিবার (১৩ জুন) বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত রিনা পি সোমারনো উত্তরাঞ্চলের ব্যবসায়ী-উদ্যোক্তা প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা জানান।

রাজশাহী চেম্বার অব কমার্স ভবনে এ সভার আয়োজন করে বাংলাদেশ-ইন্দোনেশিয়া চেম্বার অব কমার্স। মতবিনিময় সভায় রাজশাহী বিভাগের আটটি জেলার ব্যবসায়ী উদ্যোক্তা প্রতিনিধিরা অংশ নেন।

মতবিনিময়ে রাষ্ট্রদূত জানান, ইন্দোনেশিয়ার বাজারে বুটিকের পোশাকের ব্যাপক চাহিদা রয়েছে। রাজশাহী অঞ্চলের ব্যবসায়ীরা সেই বাজারকে কাজে লাগাতে পারেন।

সভায় রাজশাহী অঞ্চলের ব্যবসায়ী ও উদ্যোক্তরা উত্তরাঞ্চলের আম ও রেশম নিয়ে সম্ভাবনার কথা তুলে ধরে ইন্দোনেশিয়ার সঙ্গে সরাসরি বাণিজ্য বৃদ্ধিতে রাষ্ট্রদূতের ভূমিকা রাখার আহ্বান জানান।

সভায় সভাপতিত্ব করেন রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. মনিরুজ্জামান।

এ সম্পর্কিত আরও খবর