বিজিএমইএ’র মুচলেকা নিয়ে আদেশ আজ

, জাতীয়

সেন্ট্রাল ডেস্ক ২ | 2023-08-29 02:39:51

রাজধানীর হাতিরঝিলে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) বিতর্কিত ১৬ তলা ভবন ভাঙতে সংশোধিত মুচলেকার ওপর আদেশ দেওয়া হবে আজ। এতে আজই জানা যাবে ভবনটি ভাঙতে কতদিন সময় বিবেচনা করবেন আদালত। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ এই আদেশ দেবেন। বেঞ্চের অপর তিন সদস্য হলেন-বিচারপতি মোহাম্মদ ঈমান আলী, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি মির্জা হোসেইন হায়দার। আপিল বিভাগের আজ সোমবারের কার্যতালিকায় বিষয়টি দুই নম্বর ক্রমিকে রয়েছে। গত বুধবার আর সময় চাওয়া হবে নাÑ এই শর্তে জমা দেওয়া মুচলেকায় অস্পষ্টতা থাকায় আদেশ মুলতবি করে ২ এপ্রিল দিন নির্ধারণ করেন সর্বোচ্চ আদালত। গত মঙ্গলবার ভবিষ্যতে সময় চাওয়া হবে না এই শর্তে মুচলেকা জমা দেওয়ার পর আদেশ বিবেচনার করা হবে বলে জানান আদালত। ওইদিন আদেশ না দিয়ে ‘নট টুডে’ করা হয়।

এ সম্পর্কিত আরও খবর