‘বাজেট বাস্তবায়ন সরকারের বড় চ্যালেঞ্জ’

ঢাকা, জাতীয়

তৌফিকুল ইসলাম, স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-15 07:06:06

ইতিহাসের সবচেয়ে বড় বাজেট প্রস্তাব করা হয়েছে ২০১৯-২০ অর্থবছরে। বাজেট নিয়ে সাধারণ মানুষের আগ্রহ থাকে সাধারণত কোন পণ্যের দাম বাড়ল আর কোনটির দাম কমল। সাধারণ মানুষরা বলেছেন পাঁচ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকার বাজেট কতটা বাস্তবায়ন করতে পারবে সরকার সেটাই এখন দেখার বিষয়।

শুক্রবার (১৪ জুন) রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরে বাজেট পরবর্তী সাধারণ মানুষের প্রতিক্রিয়ায় তারা জানিয়েছেন, বাজেট বাস্তবায়নের বড় চ্যালেঞ্জের কথা। পাশাপাশি বলেন জনকল্যাণমুখী বাজেট না হয়ে বিত্তশালীদের ধন-সম্পদ বাড়াবে এবারের বাজেট।

ব্যবসায়ী আব্দুল হাই সবুজ বার্তা২৪.কম-কে বলেন, ‘সার্বিকভাবে ২০১৯-২০ অর্থবছরের বাজেট ভালো হয়েছে। তবে বাজেট বাস্তবায়ন করাই হবে সরকারের বড় চ্যালেঞ্জ। তাছাড়া এবার বাজেটে আইসক্রিমের উপরে পাঁচ শতাংশ ভ্যাট বসানো হয়েছে। যার ফলে দুধ চিনি এসবের দাম বাড়বে। যেহেতু দুধ বাচ্চাদের খাবার সে ক্ষেত্রে দুধের দাম কম থাকলে ভাল হতো।’

মিশকাত ট্রান্সপোর্টের সুপারভাইজার দ্বীন ইসলাম বার্তা২৪.কম-কে বলেন, ‘বাজেট তো বুঝি না। তবে আমাদের মতো সাধারণ মানুষের জন্য খাদ্যপণ্যের বাজার যেন স্বাভাবিক থাকে, দাম যেন না বাড়ায় সরকার সেদিকেই নজর দিলে ভালো।’

বেসরকারি চাকরিজীবী জিয়াউর রহমান বাজেট নিয়ে বলেন, ‘এবারের বাজেট উচ্চাভিলাষী, গতানুগতিক সাধারণ মানুষের জন্য নয়। বাজেটে ২০৩০ সালের মধ্যে তিন কোটি কর্মসংস্থান করার লক্ষ্যে ১০০ কোটি টাকা বরাদ্দ করার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে বাজেটে কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা নেই এসব কর্মসংস্থান কোনো খাতে হবে সরকারি না বেসরকারি খাতে।’

কেমন হলো বাজেট এমন প্রশ্নের জবাবে অবসরপ্রাপ্ত ব্যাংকার মোঃ রফিকুল ইসলাম বার্তা২৪.কম-কে বলেন, ‘সময়ের সাথে সাথে বাজেটের আকার বেড়েছে এটা ভালো দিক। তবে বাজেট বাস্তবায়ন সরকারের জন্য খুব সহজ হবে না। এবারের বাজেটে ঋণখেলাপিদের সুযোগ দিচ্ছে, ফলে খেলাপি ঋণের সংখ্যা আরও বাড়বে।’

ওষুধ ব্যবসায়ী মাহমুদুর রহমান বলেন, ‘এবারের বাজেটে ওষুধের দাম বাড়ার ঘোষণা এসেছে। তবে এর আগে থেকেই ওষুধ বাড়তি দামে বিক্রি করছি। এর ফলে ক্রেতাদের সাথে বিভিন্ন সময় ঝামেলা হয়। যে ওষুধের দাম ১৫০ টাকা প্যাকেট ছিল সেটা এখন ১৬০ টাকায় বিক্রি করতে হয়। ফলে সাধারণ ক্রেতাদের মধ্যে অসন্তুষ্টি তৈরি হয়েছে। ওষুধের মত প্রয়োজনীয় এমন জিনিসের দাম না বাড়ালেই ভালো হতো।’

উল্লেখ, প্রস্তাবিত জনপ্রত্যাশার এই বাজেটে মোট ব্যয় ধরা হয়েছে পাঁচ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকা। এর মধ্যে উন্নয়নের জন্য বরাদ্দ রাখা হয়েছে দুই লাখ ১১ হাজার ৬৮৩ কোটি টাকা। আর পরিচালন ব্যয় ধরা হয়েছে তিন লাখ ১০ হাজার ২৬২ কোটি টাকা।

এ সম্পর্কিত আরও খবর