ঢাকার মৃতপ্রায় নদী পুনরুদ্ধারের দাবি

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 22:22:20

ঢাকার মৃতপ্রায় নদী পুনরুদ্ধারের দাবি জানিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও ওয়াটারকিপার্স বাংলাদেশের নেতৃবৃন্দরা।

শুক্রবার (১৪ জুন) জাতীয় প্রেসক্লাবে ‘সরকারের নদী উদ্ধারে সাম্প্রতিক তৎপরতা ও আদি বুড়িগঙ্গা ও সোনাই নদীর বাস্তবতা’ শীর্ষক সংবাদ সম্মেলনের তারা এ দাবি জানান।

সংবাদ সম্মেলনে বাপার সাধারণ সম্পাদক ডা. মো. আব্দুল মতিন বলেন, ‘ঢাকার মৃতপ্রায় নদী পুনরুদ্ধারে আমরা কিছু দাবি নিয়ে এসেছি। দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো নদী ও খালের আশেপাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা, বুড়িগঙ্গাকে পুনরুদ্ধার করে তার স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা, দখল প্রশ্রয়দানকারীদের দুর্নীতি খতিয়ে দেখে বিচার করা।’

তিনি আরও বলেন, ‘সাম্প্রতিক সময়ে সরকারের পক্ষ থেকে ঢাকার আশেপাশে নদীর পাড়ে ওয়াক ওয়ে নির্মাণের জন্য উদ্ধার অভিযান চালানো এবং বুড়িগঙ্গাকে আরেকটি হাতিরঝিল হিসেবে গড়ে তোলার প্রত্যয়কে সাধুবাদ জানাই।’

ওয়াটারকিপার্স বাংলাদেশের সমন্বয়কারী শরীফ জামাল বলেন, ‘নদী আমাদের সম্পদ। আমাদের কারণে আজ নদী দূষণ হচ্ছে। আমরাই আমাদের সম্পদকে নষ্ট করছি। সরকার বা নির্দিষ্ট কোনো সংগঠন দিয়ে এই কাজ সম্ভব না। আমাদের সকলকেই নদী রক্ষার এই যুদ্ধে নামতে হবে।’

নদীর পাড় দখলকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘যারা নদীর পাড় দখল করে, তারা দেশের শত্রু। এই শত্রুদের আইনের আওতায় আনতে হবে এবং শাস্তি দিতে হবে।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাপার যুগ্ম সম্পাদক মিহির বিশ্বাস, জাতীয় নদী রক্ষা কমিশনের সদস্য ও বাপার নির্বাহী সদস্য শারমীন মুরশিদ।

এ সম্পর্কিত আরও খবর