`মহাত্মা গান্ধীর জীবনাদর্শ মানুষকে অনুপ্রেরণা দেয়’

ঢাকা, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-25 02:11:15

ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধীর জীবন আদর্শ লাখো মানুষকে অনুপ্রেরণা দেয় বলে মনে করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই-কমিশনার রিভা গাঙ্গুলী দাস।

শনিবার (১৫ জুন) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) মহাত্মা গান্ধী সরণে সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

ভারতীয় হাই-কমিশন আয়োজিত এই সাইকেল শোভাযাত্রায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাইক্লিস্ট ক্লাবের সদস্যরা অংশ নেন।

রিভা গাঙ্গুলী দাস বলেন, ‘আমরা এমন একটি সময়ে বাস করছি, যখন গান্ধীজির আদর্শ ও বাণী তাঁর জীবিতকালের চেয়েও বেশি প্রাসঙ্গিক। এখনও তাঁর জীবন ও কর্ম বিশ্বের লাখো মানুষকে অনুপ্রেরণা দেয়।’

ভারত সরকার বিশ্বব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মহাত্মা গান্ধীর সার্ধশততম জন্মবার্ষিকী পালন করছে। তারই অংশ হিসেবে এই সাইকেল শোভাযাত্রার আয়োজন করা হয়।

অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ‘আমরা গান্ধীর সবকিছু অনুসরণ করব। ভারতীয় হাই-কমিশন ও ঢাকা বিশ্ববিদ্যালয় এক সঙ্গে তার এই সার্ধশততম জন্মবার্ষিকী উদযাপন করবে।’

এ সম্পর্কিত আরও খবর