পুলিশ ভ্যানে হামলা: রহস্য উদঘাটনের কাছাকাছি পুলিশ

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-24 09:43:30

রাজধানীর মালিবাগে পুলিশ ভ্যানে ককটেল হামলার ঘটনার রহস্য উদঘাটনের কাছাকাছি অবস্থানে পুলিশ চলে এসেছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।

শনিবার (১৫ জুন) ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতাকালে তিনি এ কথা বলেন।

আছাদুজ্জামান মিয়া বলেন, ‘এতো এতো অপরাধের রহস্য উদঘাটন আমরা করি এর জন্য আমাদের কাছে কিন্তু কোনো মন্ত্র নেই। কিন্তু রাজধানীতে আমরা হাজার হাজার সিসিটিভি ক্যামেরা লাগিয়েছি৷ কোনো ঘটনা ঘটলেই সিসিটিভি ক্যামেরা ফুটেজ নিয়ে আসা হয়। এর মাধ্যমে ঘটে যাওয়া বিভিন্ন অপরাধের রহস্য উদঘাটন করা হয়। আর এই সিসিটিভি ক্যামেরার সাহায্যে আমরা মালিবাগে পুলিশ ভ্যানে ককটেল হামলার ঘটনার রহস্য উদঘাটনের কাছাকাছি চলে এসেছি।

বৃহস্পতিবার (১৩ জুন) রাজধানীর উত্তরা ১৪ নম্বর সেক্টরে উবার চালক মো. আরমান (৪২) হত্যার প্রসঙ্গে করা এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘উত্তরায় উবার চালক খুন হয়েছে, এটি আমাদের মাথায় আছে। এ ঘটনায় মামলা হয়েছে। ওই এলাকায় ব্যাপকভাবে সিসিটিভি ক্যামেরা ইন্সটল করা হয়েছে।’

‘এর মধ্যে মহাখালী থেকে আব্দুল্লাহপুর পর্যন্ত ১ হাজারের মতো উচ্চ ক্ষমতা সম্পূর্ণ নাইটভিশন সিসিটিভি ক্যামেরা রয়েছে। আমরা প্রযুক্তি ব্যবহার ও সিসিটিভি ক্যামেরা ব্যবহার করে আশা করি উবার চালকের হত্যার রহস্য উদঘাটন করতে পারব। কেন, কারা উবার চালককে হত্যা করেছে তাও বের করা হবে।’

অবৈধ বিদেশি নাগরিকদের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের স্পেশাল ব্রাঞ্চ অবৈধ বিদেশি নাগরিকদের বিষয়গুলো দেখেন। এছাড়া সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থাও এ ব্যাপারে কাজ করে যাচ্ছে। তবে আমরাও এ ধরণের অবৈধ বিদেশি আছে কিনা তা খেয়াল করি। ইতোমধ্যে অবৈধ বিদেশি নাগরিকদের কিছু অপরাধ চক্রের সদস্যদের আমরা গ্রেফতার করেছি। সরকারের উচ্চ পর্যায়ের মহলও এ বিষয়টি নিয়ে সতর্ক আছে।’

অবৈধ বিদেশি নাগরিকদের নিয়ে বিভিন্ন সংস্থার করা তালিকার বিষয়ে তিনি বলেন, ‘এসব তালিকা আমরা যাচাই করে দেখেছি, এসব তালিকা সঠিক নয়।’

উল্লেখ্য, ২৬ মে, রোববার রাত ৮টা ৫৩ মিনিটে মালিবাগ মোড়ে পুলিশের একটি পিকআপ ভ্যানে বিস্ফোরণ হয়ে আগুন লেগে যায়। এতে পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রাশেদা আক্তার, রিকশাচালক লাল মিয়া ও একজন পথচারী আহত হন।

অন্যদিকে, বৃহস্পতিবার (১৩ জুন) রাত ২টায় রাজধানীর উত্তরা ১৪ নম্বর সেক্টরের ১৬ নম্বর সড়কের ৫২ নম্বর বাড়ির সামনে একটি গাড়ির (ঢাকা মেট্রো- গ-২৫-৪৫৪৫) ভেতর থেকে উবার চালক (স্মার্টফোনে অ্যাপভিত্তিক পরিবহন সেবা) আরমানের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়। ওই রাতে রামপুরা থেকে যাত্রী নিয়ে উত্তরা ১৪ নম্বর সেক্টরে এসেছিলেন তিনি।

এ সম্পর্কিত আরও খবর