রেলওয়েতে আইটি বিভাগ হবে: রেলমন্ত্রী

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-27 12:00:29

প্রযুক্তিতে রেলওয়ে খানিকটা পিছিয়ে আছে। তাই রেলওয়েকে আধুনিক করতে এবং প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলতে দ্রুত আইটি বিভাগ করার ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

শনিবার (১৫ জুন) দুপুরে রাজধানীর খামারবাড়ীর কৃষিবিদ ইনস্টিটিউটে 'প্রযুক্তিতে দক্ষ কারিগর সম্মাননা-২০১৯' পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা জানান। ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট এ অনুষ্ঠানের আয়োজন করে।

রেলমন্ত্রী বলেন, ‘রেলওয়েকে আধুনিক ও আইটি সমৃদ্ধ করতে ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটেরর মতো প্রতিষ্ঠানের সহযোগিতা চাই। রেলওয়েতে যে আইটি বিভাগ খোলার ব্যবস্থা করা হচ্ছে সেখানে ২০০ জন আইটি এক্সপার্টের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।’

বঙ্গবন্ধুকে স্মরণ করে মন্ত্রী বলেন, ‘স্বপ্ন দেখেছিলেন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান । এ দেশকে দারিদ্র্যমুক্ত ও ক্ষুধামুক্ত সোনার বাংলাদেশ গড়বেন এবং দেশের মানুষের জন্য অন্ন, বস্ত্র,বাসস্থান,খাদ্য চিকিৎসা নিশ্চিত করবেন। কিন্তু ১৯৭৫ সালে সপরিবারে তাকে হত্যার মাধ্যমে তার সে স্বপ্ন বাস্তবায়ন করতে পারেননি। তবে বর্তমান সরকার শেখ হাসিনা তার সে স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন।’

ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘২০০৯ সালে যখন ক্ষমতায় এসে প্রধানমন্ত্রী ডিজাটাল বাংলাদেশের কথা বলেছিলেন, তখন আমরা ডিজিটাল বাংলাদেশ কি তা অনেকেই বুঝতাম না। কিন্তু প্রধানমন্ত্রী কি বলতে চেয়েছিলেন, তা ক্রিয়েটিভ আইটি ইনস্টিউট বুজতে পেরেছিল বলে আজ বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে তথ্যপ্রযুক্তিতে প্রশিক্ষণ দিয়ে আইটি এক্সপার্ট তৈরি করছে প্রতিষ্ঠানটি।’

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ক্রিয়েটিভ আইটিতে ইন্ড্রাস্ট্রিয়াল এটাচমেন্ট সম্পন্ন করা ৭০০ কারিগরি শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হলো দক্ষতার সনদ। ৫০০ জন শিক্ষার্থীর পেল জব প্লেসমেন্ট সেলের মাধ্যমে তথ্য প্রযুক্তি অঙ্গনে ক্যারিয়ার গড়ার সুযোগ। এছাড়া ৫২ জন সেরা প্রযুক্তির দক্ষ কারিগর তাদের সাফল্যের স্বীকৃতি স্বরূপ পেলেন 'প্রযুক্তি দক্ষ কারিগর সম্মাননা ২০১৯' যা মন্ত্রী তাদের হাতে তুলে দেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের সিইও মনির হোসেন ছাড়াও প্রতিষ্ঠান সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর