প্রযুক্তিতে দক্ষ কারিগরদের ৮ ক্যাটাগরিতে পুরস্কার

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-27 20:31:19

বাংলাদেশ ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের উদ্যোগে ৫২ জন প্রযুক্তিতে দক্ষ কারিগরদের হাতে আটটি ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। তাদের হাতে এ অ্যাওয়ার্ড তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

শনিবার (১৫ জুন) কৃষিবিদ ইনস্টিটিউশনের প্রধান মিলনায়তনে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত সম্মাননা প্রদান অনুষ্ঠানে এ অ্যাওয়ার্ড দেওয়া হয়। 

আটটি ক্যাটাগরিতে সম্মাননা সূচকগুলো হলো- অদম্য অ্যাওয়ার্ড, টপ ফ্রিল্যান্সের অ্যাওয়ার্ড, নারী ফ্রিল্যান্সার অ্যাওয়ার্ড, এমপ্লয়ি অ্যাওয়ার্ড, উদ্যোক্তা অ্যাওয়ার্ড, ফ্রিল্যান্সার টিম অ্যাওয়ার্ড, বিগিনারস অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, ডিস্ট্যান্ট নার্সিং অ্যাওয়ার্ড। এছাড়া নির্বাচিত ৫০০ জন শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয় জব প্লেসমেন্টের মাধ্যমে বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানে যোগদানের নিয়োগপত্র।

অনুষ্ঠানের প্রথম পর্ব শেষে দ্বিতীয় পর্বে অ্যাওয়ার্ড প্রাপ্তদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। এছাড়া প্রযুক্তিতে দক্ষ কারিগরদের অনুপ্রেরণা দিতে বক্তব্য দেন- বুয়েটের প্রফেসর ড. মোহাম্মদ কায়কোবাদ, বেসিস’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব ফারহান এর রহমান, বেসিস’র ডিরেক্টর দিদারুল আলমসহ আরও অনেকে।

এ সম্পর্কিত আরও খবর