‘সিপিডি-বিএনপি পাণ্ডিত্য দেখাতে বাজেটের সমালোচনা করছে’

চট্টগ্রাম, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম | 2023-09-01 09:15:37

প্রতিবারই বাজেট ঘোষণার পর বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) ও বিএনপি একই সুরে বাজেট নিয়ে পাণ্ডিত্য দেখানোর জন্য সমালোচনা করে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডাা. হাছান মাহমুদ। একই সঙ্গে সিপিডিতে আদৌ কোনো গবেষণা হয় কিনা তা নিয়েও সন্দেহের কথা জানান তিনি।

শনিবার (১৫ জুন) সন্ধ্যায় চট্টগ্রাম প্রেসক্লাবে বিশ্ব রক্তদান দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অথিতির বক্তব্য তিনি এসব মন্তব্য করেন। ফাতেমা বেগম রেড ক্রিসেন্ট ব্লাড সেন্টার এ সেমিনারের আয়োজন করে।

তথ্যমন্ত্রী বলেন, ‘তারা বিগত ১০ বছর ধরে সংবাদ সম্মেলন করে জানায়, বাজেট গণমুখী না, বাস্তবায়ন যোগ্য না কিংবা বাজেটে গরীব আর গরীব হবে। অথচ বাজেটে একেবারে কম শতাংশ ঋণ রাখা হয়েছে। দেবব্রত যে সুরে কথা বলেন, বিএনপিও একই কথা বলেন। কিন্তু দশ বছরে দেশ কিভাবে এগিয়েছে, এ প্রশ্নের উত্তর তারা দেবেন। যদি না পারেন তাহলে এমন সমালোচনা কেন করবেন যা বিদ্বেষ সৃষ্টি করে। আপনারা তথ্যগত দিক দিয়ে ভুল ধরিয়ে দেন, আমরা সে অনুযায়ী কাজ করব।’

তিনি আরও বলেন, ‘বিগত সময় ধরে সরকার যেভাবে বিভিন্ন উন্নয়ন সূচকে ধারাবাহিকতা রক্ষা করেছে, এটি দেখে বিএনপির গাত্রদাহ হচ্ছে। আমরা পারছি, তারা কেন পারছে না। এরা হলো ১/১১ কুশীলব। যারা বিভিন্ন সময়ে সুযোগ সুবিধা নিয়েছেন।’

দেশের চিকিৎসার বিষয় তুলে ধরে হাছান মাহমুদ বলেন, ‘আমাদের দেশের চিকিৎসকরা এত মেধাবী, দক্ষ হওয়ার পরও আমাদের চিকিৎসার জন্য বাইরে যেতে হয়। এখানে আমাদের দুর্বলতা রয়ে গেছে। দেশের প্রতিটি সরকারি হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা ভালো। কিন্তু পরিবেশ ভালো না, রুমাল দিয়ে যেতে হয়। এ বিষয়গুলো কাটিয়ে উঠতে হবে। যাতে করে দেশের ভোগান্তিতে শিকার না হয়। মন্ত্রী এ সময় স্বেচ্ছায় রক্ত দান কর্মসূচির জন্য শিক্ষার্থীদের ধন্যবাদ জানান। পরে রক্তদাতাদের মাঝে ক্রেস্ট প্রদান করেন।’

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহসভাপতি ডা. শেখ শফিউল আজম সেমিনারে সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেব বক্তব্য দেন- বাংলাদেশ রেড ক্রিসেন্ট চট্টগ্রাম সিটির সহসভাপতি এম. এ সালাম, সস্মানিত অতিথি বক্তব্য রাখেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক নুরুল আনোয়ার চৌধুরী বাহার।

এ সম্পর্কিত আরও খবর