দেশের ১২ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 03:43:57

দেশের ১২ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। রোববার (১৬ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে নতুন জেলা প্রশাসক নিয়োগের এ আদেশ জারি করা হয়।

ডিসি পদে রদবদল আনা জেলাগুলো হলো

গাজীপুর, ফরিদপুর, পাবনা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, বাগেরহাট, যশোর, মৌলভীবাজার, সিরাজগঞ্জ, রাজবাড়ী, রংপুর ।

১৯ জেলায় ডিসি পদে যারা নিয়োগ পেলেন

রাব্বি মিয়া –নারায়ণগঞ্জ, মোহাম্মদ মোখলেসুর রহমান – গোপালগঞ্জ, বেগম উম্মে সালমা তানজিয়া –ফরিদপুর, ডক্টর দেওয়ান মো. হুমায়ুন কবির –গাজীপুর, বেগম কামরুন নাহার সিদ্দিকা –সিরাজগঞ্জ, বেগম সায়লা ফারজানা-মুন্সিগঞ্জ, মো.শওকত আলী-রাজবাড়ী, তপন কুমার বিশ্বাস-বাগেরহাট, ড. সুভাষ চন্দ্র বিশ্বাস-ময়মনসিংহ, মো. আবদুল আউয়াল, যশোর, মোঃ তোফায়েল ইসলাম-মৌলভীবাজার,  এনামুল হাবীব-রংপুর।

জানা গেছে, পদোন্নতিপ্রাপ্ত ১৩৬ যুগ্মসচিবের মধ্যে ১২ জন জেলা প্রশাসক রয়েছেন যাদের গত ১১ জুন বদলি করা হয়েছিল। বদলি হওয়া ডিসিরা নতুন কর্মস্থলে যোগ না দেয়ায় যুগ্মসচিব হিসেবে পদোন্নতি পাওয়ার পর তাদের ১২ জনকে ইনসিটু (ডিসি হিসেবেই আগের পদে পদায়ন) করা হয়। এরপর বদলি করা আগের স্থানে যুগ্মসচিব হিসেবে তাদের পদায়ন করা করা হয় আজ।

এ সম্পর্কিত আরও খবর