সকালে আদালতে নেওয়া হবে ওসি মোয়াজ্জেমকে

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-27 10:22:56

ফেনীর সোনাগাজী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেনকে সোমবার (১৭ জুন) সকাল সাড়ে ১০টায় বিশেষ আদলতে নেওয়া হবে। আদালতে নিতে ইতোমধ্যে সোনাগাজী থানার চার সদস্যের একটি টিম ঢাকার উদ্দেশে রওনা দিয়েছে।

রোববার (১৬ জুন) ফেনীর সহকারী পুলিশ সুপার (সোনাগাজী সার্কেল) শফিকুল আহমেদ ভূঁইয়া বার্তা২৪.কম-কে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, 'ওসি মোয়াজ্জেমকে হেফাজতে নিতে এবং আদালতে তুলতে আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সোনাগাজী থানার একজন উপ-পরিদর্শকের নেতৃত্বে চার সদস্যের একটি টিম ফেনী থেকে অলরেডি ঢাকার পথে রওনা দিয়েছেন। তারা গিয়ে প্রথমে ওসি মোয়াজ্জেমকে হেফাজতে নেবেন। পরে তাকে আদালতে নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হবে।'

আদালতে নেওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'সারা দেশে একটি মাত্র সাইবার ট্রাইব্যুনাল রয়েছে। আর সেটি ঢাকায়। তাই ওসি মোয়াজ্জেমকে ফেনীর কোনো আদালতে আনার প্রশ্নই উঠে না। আমরা আশা করছি আগামীকাল (সোমবার) সকাল সাড়ে ১০ টার মধ্যে ওসি মোয়াজ্জেমকে ঢাকার সাইবার ট্রাইব্যুনালে হাজির করা হবে।'

উল্লেখ, রোববার (১৬ জুন) ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় পরোয়ানাভুক্ত আসামি ফেনীর সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনকে গ্রেফতার করে শাহবাগ থানা পুলিশ।

এ সম্পর্কিত আরও খবর