অনির্বাণ ফার্মাসিউটিক্যালকে ৩০ লাখ টাকা জরিমানা

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-31 05:11:09

রাজধানীর জুরাইনে ভেজাল ওষুধ তৈরির দায়ে অনির্বাণ মেডিসিনিয়াল গ্রুপ অফ ইন্ডাস্ট্রি নামে একটি ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানকে ৩০ লাখ টাকা জরিমানা করেছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে সার্বিক সহযোগিতায় ছিল র‍্যাব-১০।

সোমবার (১৭ জুন) জুরাইনে র‍্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ বিষয়ে সারওয়ার আলম বলেন, 'আমাদের কাছে গোপন তথ্য ছিল যে, জুরাইনের অনির্বাণ মেডিসিনিয়াল গ্রুপ অফ ইন্ডাস্ট্রি নামে একটি প্রতিষ্ঠান কোনো ধরনের মান নিয়ন্ত্রণ না করে এবং ক্ষতিকর ও নিষিদ্ধ রাসায়নিক দ্রব্য ব্যবহার করে ঔষধ তৈরি করে আসছে। পরে এ তথ্যের ওপর ভিত্তি করে আমরা প্রতিষ্ঠানটির কারখানায় অভিযান পরিচালনা করি। অভিযানে আমরা এসব অভিযোগের সত্যতা পাই।'

তিনি বলেন, 'অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রতিষ্ঠানটিকে ৩০ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া সংশ্লিষ্ট ছয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়। এর মধ্যে সফিকুল ও আব্দুর রহমানকে তিন মাস করে এবং এনায়েত হোসেন, নাজমুল হোসেন, একরামুল কবির ও আরিফ হোসেনকে এক মাস করে কারাদণ্ড প্রদান করা হয়।'

এ সম্পর্কিত আরও খবর