হেলপার লিটন হত্যাকাণ্ডের মূলহোতা গ্রেফতার

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-26 12:59:40

গাজীপুরের টঙ্গীতে তিন বছর আগে খুন হওয়া বাসের হেলপার লিটন হত্যাকাণ্ডের মূলহোতা আমির হোসেন বাবু ওরফে ঠাণ্ডা বাবুকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সোমবার (১৭ জুন) সিআইডির বিশেষ সিনিয়র সহকারী পুলিশ সুপার শারমিন জাহান এ তথ্য নিশ্চিত করেন।

শারমিন জাহান বলেন, 'বিগত ২০১৬ সালের জানুয়ারি মাসে বাসের হেলপার লিটনকে রাজধানীর টঙ্গীতে আমির হোসেন বাবু ওরফে ঠাণ্ডা বাবু ও তার কয়েকজন সহযোগী মিলে ধারাল অস্ত্র দিয়ে খুন করে। এই ঘটনায় লিটনের পিতা মো. মোসলে উদ্দিন বাদী হয়ে টঙ্গী থানায় একটি মামলা করেন। পরে মামলাটির তদন্তভার সিআইডির অর্গানাইজড ক্রাইম গ্রহণ করে ও হত্যায় জড়িতদের সম্পর্কে তথ্য বের করে আনে।'

সিআইডির এ কর্মকর্তা বলেন, 'কিন্তু মূল আসামি আমির হোসেন অত্যন্ত চতুর প্রকৃতির হওয়ায় তাকে গ্রেফতার করা জটিল হয়ে পড়ে। সে প্রতি দুই মাস পর পর তার বাসস্থান পরিবর্তন করত এবং নিজ পরিবারের সঙ্গে কোন রকম যোগাযোগ রাখত না। অবশেষে দীর্ঘ তিন বছর পর সিআইডির অর্গানাইজড ক্রাইমের একটি দল উন্নত প্রযুক্তি ব্যবহার করে আমির হোসেন বাবু ওরফে ঠাণ্ডা বাবুকে ঢাকার বনশ্রী থেকে গ্রেফতার করে।'

তিনি আরও বলেন, 'তদন্তে জানা যায়, আমির হোসেন বাবু ওরফে ঠাণ্ডা বাবু মাদক ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হত্যাকাণ্ডটি করে।'

এ সম্পর্কিত আরও খবর