বৃষ্টি এলেই রংপুর স্টেশনের প্লাটফর্মে পানি

রংপুর, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর | 2023-08-22 21:17:15

বর্ষাকাল এলেই বিড়ম্বনা বাড়ে রংপুর রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে অপেক্ষারত যাত্রীদের। সামান্য বৃষ্টি হলেই পানিতে একাকার হয়ে যায় প্লাটফর্মের বারান্দা। টিনের ছাউনি ফুটো হওয়াতে বৃষ্টির পানি পড়ে অঝোরে। এতে কাঁদাপানিতে পিচ্ছিল প্লাটফর্মে যাত্রী ও সাধারণ মানুষের দুর্ভোগের সাথে ঘটছে পা পিছলে পড়ার ঘটনাও।

মঙ্গলবার (১৮ জুন) সকাল সাড়ে ৯টায় বৃষ্টির সময় রংপুর রেলওয়ে স্টেশনে গিয়ে এমন বিড়ম্বনার চিত্র দেখা যায়।

প্লাটফর্মের ছাউনির সংস্কার না করায় সামান্য বৃষ্টিতে প্লাটফর্মের বারান্দায় পানি পড়তে থাকে। এতে ট্রেনের জন্য অপেক্ষায় থাকা যাত্রীদের পড়তে হয় চরম দুর্ভোগে। এই প্লাটফর্মে যাত্রী সাধারণের বসার জন্য এমনিতেই স্থান সংকুলান হয় না। এ কারণে বৃষ্টি হলে যাত্রীরা পড়ে বিড়ম্বনায়।

কারমাইকেল কলেজের ছাত্র আরিফ আলী। প্লাটফর্মের ছাউনির নিচে থেকেও বৃষ্টির পানিতে ভিজে গেছেন। এই শিক্ষার্থীর সাথে কথা হলে তিনি বার্তা২৪.কম-কে বলেন, ‘সকাল থেকে লালমনিরহাট এক্সপ্রেসের অপেক্ষায় আছি। হঠাৎ বৃষ্টি শুরু হলো। ছাউনি ফুটো থাকায় বৃষ্টি পানিতে আমার মতো অনেকেই ভিজেছেন।’

তিনি অভিযোগ করেন, ‘প্লাটফর্মে বসার জন্য পর্যাপ্ত জায়গা নেই। তার উপর ভাসমান মানুষের আনাগোনো এখানে বেশি। এ কারণে বৃষ্টির সময় আরও বেশি দুর্ভোগ হচ্ছে। শুধু কি তাই, এই স্টেশনের রেললাইনে পাথর নেই। ময়লা, ঘাস, লতাপাতা দিয়ে ভরা। পরিষ্কার পরিচ্ছনতার কোনো বালাই নেই এখানে।’

একই অভিযোগ লালমনিরহাটগামী আছমা বেগমের। তিনি বার্তা২৪.কম-কে বলেন, ‘আমি নিয়মিত এই স্টেশন থেকে যাতায়াত করি। এখানে অন্য যে কোনো সময়ের চেয়ে বর্ষাকালে বেশি বিড়ম্বনা হয়।’

এ ব্যাপারে রংপুর রেলওয়ে স্টেশন মাস্টার আলমগীর হোসেন প্লাটফর্মে বৃষ্টির পানি পড়ার বিষয়টি স্বীকার করেন। তিনি বার্তা২৪.কম-কে বলেন, ‘বৃষ্টির পানি পড়ে, তবে পুরো প্লাটফর্মে নয়। স্টেশনের পূর্ব পাশে ছাউনির টিন কিছুটা সরে যাওয়ায় সাময়িক এই দুর্ভোগ তৈরি হয়েছে। দ্রুত ছাউনির সংস্কার করা হবে।’

এ সম্পর্কিত আরও খবর