ভারতের সঙ্গে সুসম্পর্ক নষ্ট করতেই হিন্দুবাড়িতে আগুন : কাদের

, জাতীয়

সেন্ট্রাল ডেস্ক ২ | 2023-08-02 23:57:11

প্রতিবেশী ভারতের সঙ্গে সুসম্পর্ক নষ্ট করতেই রংপুরের হরকলি ঠাকুরপাড়ায় হিন্দুবাড়িতে হামলার ঘটনা ঘটানো হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল রোববার দুপুরে রংপুরের সলেয়াশা হরকলি ঠাকুরপাড়ায় অগ্নিসংযোগ, হামলা ও ভাঙচুাে ক্ষতিগ্রস্ত হিন্দু পরিবারগুলোর সঙ্গে দেখা করতে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। হামলাকে ‘অত্যন্ত পরিকল্পিত’ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘এই চক্রান্ত সফল হবে না। এসব অপকর্ম করে নির্বাচন বানচাল করা যাবে না। যারা এসব করছে তারা পানি ঘোলা করে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায়। মাইনরিটিদের মধ্যে আতংক সৃষ্টি করতেই তারা চক্রান্ত করছে।’ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘এই হামলার সঙ্গে জড়িতরা যতো প্রভাবশালীই হোক, তারা রেহাই পাবে না।’ তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ঘটনার তদন্ত চলছে। কিছু গ্রেফতারও হয়েছে। বাকিদেরও বিচারের আওতায় আওতায় নিয়ে আসা হবে। ঠাকুরপাড়ায় হামলাকারীরা বোকার স্বর্গে বাস করছে উল্লেখ করে ওবায়দুল কাদের অভিযোগ করেন, সাধারণ নির্বাচনকে সামনে রেখে একটি সাম্প্রদায়িক অশুভ শক্তি এসব কর্মকা- করছে। সেতুমন্ত্রী বলেন, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর, কক্সবাজারের রামু আর রংপুরের ঠাকুরপাড়ায় তা-ব একই সূত্রে গাঁথা। এখানে ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি ও উপাসনালয় নির্মাণ, আসবাবপত্র সরবরাহসহ সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেওয়া হয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘সহযোগিতার বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশে ত্রাণমন্ত্রীর সঙ্গে কথা বলেছি আমি। আমরা তাদের পাশে ছিলাম এবং আছি’। ঠাকুরপাড়া ঘুরে দেখে ক্ষতিগ্রস্ত ১১টি পরিবারকে ২৫ হাজার ও ৭টি পরিবারকে ১০ হাজার এবং একটি মন্দির নির্মাণের জন্য ১০ হাজার টাকা করে সাহায্য দেন সেতুমন্ত্রী। পরে তিনি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে আওয়ামী আয়োজিত এক সম্প্রীতি সমাবেশে যোগ দেন। সমাবেশে দলের যুগ্মসম্পাদক জাহাঙ্গির কবীর নানক, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক, খালিদ মাহমুদ চৌধুরী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদেও সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর