২০২০ সালে শেষ হবে প্রথম ধাপের কাজ: কাদের

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-26 03:59:54

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রথম ধাপের কাজ ২০২০ সালের মধ্যেই শেষ হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার (১৮ জুন) দুপুরে বানানীর কাওলায় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রথম ধাপের কাজ বিমানবন্দর থেকে বনানী রেলস্টেশন পর্যন্ত আগামী জানুয়ারির মধ্যেই শেষ হবে।

মন্ত্রী বলেন, ২০৩০ সালের মধ্যে এমআরটি লাইনগুলো তৈরি হয়ে যাবে। মেট্রোরেলের আগেই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ শেষ হবে৷ তিন ধাপে সম্পন্ন হবে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ। প্রথম ধাপ বিমানবন্দর থেকে বনানী রেলক্রসিং, দ্বিতীয় ধাপ বনানী থেকে মগবাজার রেলক্রসিং আর তৃতীয় ধাপ মগবাজার থেকে শনির আখড়ায় গিয়ে শেষ হবে।

তিনি জানান, 'পুরো কাজ ২০২২ সালের মার্চ নাগাদ শেষ হবে৷ তবে তিন ধাপের পুরো নির্মাণকাজ শেষ না হওয়া পর্যন্ত এক্সপ্রেসওয়ের সুফল ভোগ করা যাবে না।'

এ সম্পর্কিত আরও খবর