রামপালের কারণে সুন্দরবনের ক্ষতির শঙ্কা নেই: পরিবেশমন্ত্রী

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 02:35:53

রামপালের কারণে সুন্দরবনে ক্ষয়ক্ষতির কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন।

তিনি বলেছেন, 'সুন্দরবনের বিষয়ে যেটি বলা হচ্ছে, আমরা মনে করি সুন্দরবনের যে ক্ষয়ক্ষতির আশঙ্কা সেটি সত্য নয়। একমাস আগেও আমরা সেখানে ভিজিট করেছি, তেমন কোনো অবস্থা দেখা যায়নি। সুন্দরবন আরও উন্নত হচ্ছে। রামপালের জন্য সুন্দরবনের ক্ষতি হবে বলে মনে করি না।'

মঙ্গলবার (১৮ জুন) সচিবালয়ে বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা-২০১৯ এবং বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এ বিষয়ে সচিব আব্দুল্লাহ আল মহসিন চৌধুরী বলেন, 'ইউনেস্কো একই জিনিস বার বার টানছে। কারণ যেটি স্যাটেল হয়েছে সেটি আবার উত্থাপন করছে। স্ট্রাট্যাজিক অ্যাসেসমেন্ট শীর্ষক প্রকল্প প্রণয়ন করে পরিকল্পনা মন্ত্রণালয়ে উপস্থাপন করেছি। শীঘ্রই এটি অনুমোদন পেলে কাজ শুরু হবে।'

তিনি বলেন, 'রামপালের কারণে সুন্দরবনের কোনো ক্ষতি হবে না, সেটির প্রমাণ বাঘের সংখ্যা বেড়েছে। গাছের সংখ্যাও বেড়েছে। অনেকে বলছে, সুন্দরবন ধ্বংস হয়ে যাবে, কিন্তু এটির কাজই শুরুই হয়নি। নতুন কাউকে আমরা ছাড়পত্র দেইনি। কোনো রেড ক্যাটাগরির প্রতিষ্ঠানকে ছাড়পত্র দেয়া হয়নি।'

পরিবেশমন্ত্রী বলেন, 'ইউনেপের উদ্যোগে ১৯৭২ সাল থেকে সারাবিশ্বে প্রতিবছর ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়ে আসছে। এ বছর ঈদুল ফিতরের কারণে পরিবেশ দিবসের অনুষ্ঠানটি পেছানো হয়েছে। আসুন বায়ু দূষণ রোধ করি প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে। আগামী ২০ জুন বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা অনুষ্ঠানের পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে।'

শব্দ দূষণ বিষয়ে তিনি বলেন, 'মেট্রোরেলসহ যত উন্নয়নমূলক কাজ রয়েছে, তাদের নোটিশ দিয়েছি। যাতে বায়ু দূষণ না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছি। শীঘ্রই বায়ু দূষণের জন্য আইন সংসদে উঠবে। শব্দ দূষণ নিয়ে আগে তেমন কাজ হয়নি। যারা এর সঙ্গে জড়িত তাদের প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছিলাম। এটি নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট হচ্ছে। পরিবেশ অধিদফতরের জনবল দিয়ে সারাদেশে কার্যক্রম চালানোর সুযোগ নেই। ঢাকায়ও ব্যবস্থা নেয়ার মতো পর্যাপ্ত ম্যাজিস্ট্রেট নেই।'

এ সময় বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী হাবীবুন নাহার উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর