স্বপ্ন শুধু নিজের নয়, দেশের জন্যও দেখতে হবে: তথ্যমন্ত্রী

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-28 06:27:36

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশে তথ্যমন্ত্রী ড.হাছান মাহমুদ বলেছেন, ‘শিক্ষার্থীদের অনুরোধ জানাব স্বপ্ন দেখার জন্য। স্বপ্ন শুধু নিজের জন্য নয়, সমাজ ও দেশের মানুষের জন্য দেখার জন্য। তবে সে স্বপ্নের সঙ্গে প্রচেষ্টাকে যুক্ত করার জন্য অনুরোধ জানাব।’

বুধবার (১৯ জুন) নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এ কথা বলেন। বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর র‌্যাংকিংয়ে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় প্রথম স্থান অধিকার করায় এই অনুষ্ঠানের আয়োজন করে বিশ্ববিদ্যালয়টি।

হাছান মাহমুদ বলেন, ‘প্রায় সব মানুষই স্বপ্ন দেখে। কিন্তু সব মানুষের স্বপ্ন বাস্তবে রূপায়িত হয় না। কারণ সব মানুষ স্বপ্ন দেখার পাশাপাশি প্রচেষ্টাকে যুক্ত করে না। যেসব মানুষ তার স্বপ্নের সঙ্গে প্রচেষ্টা যুক্ত করে, তাদের সব স্বপ্ন বাস্তবায়িত না হলেও অনেক স্বপ্ন বাস্তবায়িত হয়।’

তিনি বলেন, ‘যে বাংলাদেশের স্বপ্ন দেখি, সেই জায়গায় দেশকে নিয়ে যেতে হলে আমাদের এমন একটি প্রজন্ম দরকার, যারা নিজের জন্য নয় দেশের জন্য ও সমাজের জন্য স্বপ্ন দেখে। এছাড়া তাদের মধ্যে মূল্যবোধ, দেশাত্মবোধের সমন্বয় ঘটবে।’

এ সময় তিনি ভারতের প্রয়াত রাষ্ট্রপতি ড. এ. পি. জে. আব্দুল কালামের উদ্ধৃতি দিয়ে বলেন, ‘মানুষের স্বপ্নের সঙ্গে যখন প্রচেষ্টা যুক্ত হয়, তখন ইলেক্ট্রো ম্যাগনেটিক ফোর্সের তৈরি হয়। আর ইলেক্ট্রো ম্যাগনেটিক ফোর্স আপনাকে সাহায্য করে আপনার স্বপ্নের ঠিকানায় নিয়ে যেতে।’

বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টি বোর্ড ও শিক্ষকদের উদ্দেশে তথ্যমন্ত্রী বলেন, ‘আপনারা মেধা, মূল্যবোধ ও দেশাত্মবোধের সমন্বয়ে একটি প্রজন্ম তৈরি করেন, যারা বাংলাদেশের মানচিত্রকে পৃথিবীর বুকে উজ্জ্বল করবে।’

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের র‌্যাংকিংয়ে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় প্রথম স্থান অধিকার প্রসঙ্গে তিনি বলেন, ‘বাংলাদেশের সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় প্রথম হওয়ায় আমি শুভকামনা জানাই। এটি আমার জন্যও গর্বের। কেননা আমি এখানে একসময় শিক্ষক ছিলাম।’

এর আগে বেলুন ও শান্তির প্রতীক সাদা পায়রা উড়িয়ে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রথম স্থান অধিকার উৎসবের শুভ উদ্বোধন করেন তথ্যমন্ত্রী। এরপর শিক্ষার্থীরা একটি শোভাযাত্রা ও মানব পতাকা গঠন করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম. এ কাশেম ও উপাচার্য প্রফেসর ড. আতিকুল ইসলাম।

এ সম্পর্কিত আরও খবর