সৌরভের উদ্ধারকারীদের কাজ কঠিন করে দেওয়া হচ্ছে: সোহেল তাজ

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-26 02:57:09

অপহৃত সৈয়দ ইফতেখার আলম সৌরভের উদ্ধারে যারা রয়েছেন, তাদের কাজ কঠিন করে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ।

মঙ্গলবার (১৯ জুন) সন্ধ্যা সাড়ে ৬টায় ফেসবুক লাইভে এসে এ কথা জানান তিনি।

ফেসবুকে লাইভে সোহেল তাজ বলেন, 'সৌরভের অপহরণের বিষয়ে পরিবারের পক্ষ থেকে সু-স্পষ্টভাবে ও সু-নির্দিষ্টভাবে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে নানা বিষয় তুলে ধরা হয়েছে। এ সময় পরিবারের পক্ষ থেকে বেশ কয়েকটি অভিযোগও করা হয়েছে। ওই সংবাদ সম্মেলনে র‍্যাব, বনানী থানা পুলিশ ও একটি গোয়েন্দা সংস্থার বিষয়েও সৌরভের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। কিন্তু সৌরভের পরিবারের পক্ষ থেকে যে সব অভিযোগগুলো দেওয়া হয়েছে সেগুলো কেন ক্ষতিয়ে দেখা হচ্ছে না?'

আরও পড়ুন: ভাগনের অপহরণ নিয়ে ফেসবুক লাইভে যা বললেন সোহেল তাজ

তিনি বলেন, 'আপনারা জানেন ২০০৯ সালে আমি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করেছিলাম। আমি জানি আইনশৃঙ্খলা বাহিনীর সংস্থাগুলো কীভাবে কাজ করছে। উদ্ধার কাজে দুইটি বিষয় থাকে। একটি হচ্ছে অপহৃত ব্যক্তিকে জীবিত ও অক্ষত অবস্থায় খুঁজে বের করা। দ্বিতীয়ত হচ্ছে, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হলে খতিয়ে দেখা। কিন্তু সৌরভের পরিবারের পক্ষ থেকে করা অভিযোগগুলোর বিষয়ে কোনো তদন্তই করা হচ্ছে না কেন?'

তিনি আরও বলেন, 'কেউ যদি ব্যক্তিগত স্বার্থের জন্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করে তাহলেতো খতিয়ে দেখতে হবে। কিন্তু সেই কাজ না করে আরও যারা সৌরভকে উদ্ধার করবে তাদের কাজ কঠিন করে দেওয়া হয়েছে। ঘটনার সূত্র পাত সম্পূর্ণভাবে অবহেলা করা হয়েছে।'

লাইভে সর্বশেষ সোহেল তাজ বলেন, 'আমরা সৌরভকে জীবিত ও অক্ষত অবস্থায় ফিরে পেতে চাই। পারিবারিক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাষ্ট্রীয় সংস্থা ব্যবহার করে সৌরভকে অপহরণ করা হয়। আমরা আশা করি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে সু নজর দেবেন। আমরা সৌরভকে জীবিত ও অক্ষত অবস্থায় ফিরে পাব।'

এ সম্পর্কিত আরও খবর